হিজড়াদের পরকালীন ফায়সালা কি হবে?

প্রশ্নোত্তরঃ
হিজড়াদের পরকালীন ফায়সালা কি হবে?

-----------------------------------
আবদুস শহীদ নাসিম
২৯/০৩/২০১৫
-----------------------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আপনাকে একটা প্রশ্ন করবো ভাবছি অনেকদিন ধরে। কিন্তু আপনার ব্যস্ততার কথা চিন্তা করে করা হয়নি। তাহলো : হিজড়াদের ব্যাপারে আখিরাতে আল্লাহ তায়ালার ফায়সালা কি হবে? জানালে উপকৃত হবো।


জবাবঃ ওয়ালাইকুমুস সালাম। এ বিষয় সংক্ষিপ্ত জবাব হোলঃ

০১। জেন্ডার বা লিংগের দিক থেকে মানুষ দু'প্রকার- পুরুষ এবং নারী।

০২। প্রত্যেক হিজড়াই হয় পুরুষ, না হয় নারী। জন্মগত ত্রুটির কারণে তাদের লিংগগত পরিচয় অনেক সময় ঢাকা থাকে, চাপা থাকে এবং প্রকাশ হয় না।

০৩। সুতরাং এ ত্রুটির কারণে তাদের প্রকৃত লিংগ পরিচয় দুনিয়াতে কিছু লোকের কাছে চাপা পড়ে থাকলেও আখিরাতে চাপা থাকবে না। আখিরাতে সুস্পষ্টভাবে তারা পুরুষ বা নারী হিসেবেই প্রকাশিত হবে।

০৪। অখিরাতে মানুষের বিচার হবে প্রত্যেকের আমলের ভিত্তিতে। আর আমলের ভিত্তিতেই তারা পুরুষ বা নারী হিসেবে জান্নাত বা জাহান্নামে যাবে, হিজড়া হিসেবে নয়।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম