প্রিয়বইয়ের সকল পাতা একসাথে

প্রিয়বই ওয়েবসাইটের প্রথম পাতাটি কবে প্রকাশ করা হয়েছিলো তা আজ আর মনে নেই। একটা বিশ্রী সময় এসেছিলো যখন আমারবই ওয়েবটা অন্তত ৩ বছর ধরে স্থবির হয়ে নির্জীবভাবে পড়েছিলো।
ওয়েবসাইট বানানো বা ডিজাইন করার অ-আ কিচ্ছু জানা ছিলো না, খুব কষ্ট লাগতো, এতো আয়োজন, এতো পরিশ্রম আর এতো ডেডিকেশনের আমারবই.অর্গের অসুস্থতা সাড়ানো দূরের কথা, ওর বাড়ির কাছে যাবারই কোন সুযোগ নেই। তখনই হুট করে সিদ্ধান্ত নেয়া হলো, এতগুলো দিন-রাতের কাজকে হারিয়ে যেতে দেয়া হবেনা, গুগলে খুঁজেখুজে সিম্পল একটা ব্লগ স্টাইলের ওয়েব দাঁড় করিয়ে আমারবইয়ে আপলোড করা কন্টেন্টগুলো এখানে নিয়ে এসে কাজ শুরু হলো আবার।

একই কাজ দ্বিতীয়বার করার মত মানসিক শক্তি ও ধৈর্য্য ধরে রাখাটাই ছিলো খুব কঠিন। যাহোক, এরপর ধীরেধীরে প্রিয়বইয়ের নিজস্ব বৈশিষ্ট্য তৈরী হলো, বইয়ের বাইরেও বিপুলসঙ্খক বৈচিত্র্যময় লেখার বিশাল সংগ্রহ তৈরী হলো, সর্বোচ্চ ডিমান্ডের নসীম হিজাজীর বইগুলো এখানেই জন্ম নিলো অনলাইন ভার্সন হিসেবে,সাইমুম সিরিজ পিডিএফ ইন্টারনেটে সর্বোচ্চ সার্কুলেশন পেলো এখান থেকেই শেয়ার হয়ে। ইসলামী আদর্শিক বইয়ের পাশাপাশি ক্লাসিকাল বাংলা সাহিত্য জগৎকেও সাজানো হলো অনেকটাই, যা অন্য কোথাও এখন পর্যন্ত হয়েছে বলে জানা নেই, ইশকুল লেভেলের পাঠ্যবইয়ের একটা সংগ্রহও হলো! এরই মাঝে দেশের রাজনৈতিক জটিল ঘূর্নাবর্তে প্রিয়বইয়ের কাজ করার মিনিমাম সাপোর্ট ও পরিবেশ হারিয়ে গেলো, বাধ্য হয়ে প্রিয়বইয়ের প্রিয় ডোমেইন নামটা কোরবানীর বিনিময়ে সেই পরিবেশের আংশিক উদ্ধার করা গেলো ফের। ডোমেইন নেম কোরবানীর ফলস্বরুপ ওয়েবটার স্ট্রাকচারে অনেক বিকৃতি চলে আসলো, সেগুলো সারাই করাও আরেক ধৈর্যের পরীক্ষা। তবে আলহামদুলিল্লাহ, এখানকার এই ট্রাঞ্জিশন সময়টাতে পুরোনো আমারবই ও নতুন আইসিএসবুক অনলাইন লাইব্রেরী তৈরী হয়েছে অপূর্ব দক্ষতা ও সৌন্দর্য নিয়ে প্রায় পূর্নাংগ প্রয়োজনীয় বইয়ের ঝাঁপি নিয়ে। প্রিয়বইয়ের বৈশিষ্ট্য, সব সেরাদের সমন্বয় ঘটানো, ইনশাআল্লাহ সেটা অব্যাহত থাকবে!







    3 comments:

    SAIFULLAH MASUD বলেছেন...

    কবি ্আসান হাবীব রচনাবলী, গোলাম মোস্তফা রচনাবলী,ফররুখ আহমেদ রচনাবলী আপলোড করুন প্লিজ।

    SAIFULLAH MASUD বলেছেন...

    কবি ্আসান হাবীব রচনাবলী, গোলাম মোস্তফা রচনাবলী,ফররুখ আহমেদ রচনাবলী আপলোড করুন প্লিজ।

    SAIFULLAH MASUD বলেছেন...

    কবি ্আসান হাবীব রচনাবলী, গোলাম মোস্তফা রচনাবলী,ফররুখ আহমেদ রচনাবলী আপলোড করুন প্লিজ।

    Comment Please

    মন্তব্য..

    সবিস্তার সূচীপত্র
    টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম