আঁধার রাতের মুসাফির -(নসীম হিযাজী)

: 'চাচীজান', বই খুলতে খুলতে বলল আতেকা। 'বইয়ের জন্য সাঈদের ঘরে গিয়েছিলাম। ভেবেছিলাম তারাতারি-ই ফিরে আসবো। কিন্তু জোবাইদার সাথে কথা বলতে বলতে দেরী হয়ে গেলো। এখনো গ্রানাডা থেকে সাঈদ ফিরে আসেনি। মনসুর খুব চিন্তা করছে। জাফর এবং জোবাইদাও দারুন পেরেশান। জাফর বলল, সন্ধ্যা পর্যন্ত ফিরে না এলে তাকে খুঁজতে সে নিজেই গ্রানাডা যাবে। ওর ভয় হচ্ছে, গোয়েন্দারা তাঁকেও আবার খৃষ্টানদের হাতে তুলে না দেয়।'



শোয়া থেকে উঠে বসলেন সালমা। সান্তনার স্বরে বললেন : 'আতেকা, আমি জানি তুমি সাঈদের জন্য যথেষ্ট পেরেশান। আবু আবদুল্লাহ কিছুদিনের মধ্যে জামানত হিসেবে চারশ ব্যক্তিকে ফার্ডিন্যান্ডের হাতে তুলে দেবে। এরপর গ্রানাডার কাউকে আর সন্ধিচুক্তির বিরুদ্ধে জবান খুলতে দেয়া হবেনা। ওদের দু:শ্চিন্তা ছিলো তোমার চাচাকে নিয়ে। এজন্য আমীন ও ওবায়েদকেও সেই সাথে দেয়া হয়েছে। অবশ্য ওমরের মত তাদের নামও লিষ্ট থেকে বাদ দেয়ার চেষ্টা করেছে তোমার চাচ।'

: 'চাচী আম্মা! সাঈদ ছাড়া যে মনসুরের কেউ নেই, তাই তার জন্য আমি পেরেশান''

: 'আচ্ছা বেটি, কোন নওকরকে গ্রানাডা পাঠিয়ে তার খোঁজ নিতে বলবো তোমার চাচাকে। কিন্তু বারবার সাঈদের ঘরে যাওয়া তোমার ঠিক না। তুমি এখন বড় হয়েছ।'

আঁধার রাতের মুসাফির  উপন্যাসের বিষয় গ্রানাডাকে রক্ষার শেষ চেষ্টা । কুখ্যাত এপ্রিল ফুলের বেদনাদায়ক পরিনতির সঠিক প্রেক্ষাপট বর্ণিত হয়েছে এই উপন্যাসে।



ফেসবুকে নসীহিজাযী..





ডাউনলোড

মিডিয়াফায়ার লিঙ্কগুগলড্রাইভ লিঙ্ক
৫.৮৪ মেগাবাইট৬.২৩ মেগাবাইট





পুরোনো ভার্সন ডাউলোড 

3 comments:

SAJJAD HOSSAIN বলেছেন...

আঁধার রাতের মুসাফির -(নসীম হিযাজী) Download Hosse Na Keno???

নিঝুম বলেছেন...

ডাউনলোড লিংক ঠিক আছে। কম্পুটার ও ব্রাউজার সেটিং চেক করুন।

Unknown বলেছেন...

ডাউনলোড করতে পারছি না কেন ?

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম