সাইয়্যেদ কুতুব শহীদ, বিপ্লবী ইসলামী চিন্তাবিদ, প্রজ্ঞাবান লেখক ও বাস্তব
ময়দানে আন্দোলনে নেতৃত্বদানকারী মহান নেতা। আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অন্যায়ের কাছে মাথা নত না করার যে অভূতপূর্ব দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন তা ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করবে যুগের পর যুগ ধরে। ১৯০৬ সালে মিশরে তিনি জন্মগ্রহণ করেন। মিশরের অবিষ্মরণীয় বিজয়ী ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলেমিন বা মুসলিম ব্রাদারহুড এবং পৃথিবী বিখ্যাত তাফসিরগ্রন্থ ফী-যিলালীল কুরআনের রচয়িতা ও আন্দোলনে আপোষহীনতার কারনে জালিম রাষ্ট্রব্যবস্থা কর্তৃক ফাঁসিতে ঝুলে শহীদ হয়ে তিনি অমর হয়ে আছেন গত শতাব্দীর ইতিহাস থেকে। এই সাহসী নেতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে বইটি ডাউনলোড করুন। বইটির লেখক : আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ।
x 2 ভিউ
0 comments: