কেবল সশস্ত্র সংঘাত নয়- কুটনৈতিক ও সাংস্কৃতিক সে যুদ্ধ ছিল সর্বপ্লাবী। ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার চক্রান্তে মেতে উঠেছিলো নাসারারা। একে একে লোমহর্ষক অসংখ্য সংঘাত ও সংঘর্ষে পরাজিত হয়ে বেছে নিয়েছিলো ষড়যন্ত্রের পথ। মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দিয়েছিলো গুপ্তচর বাহিনী। বেহায়াপনা ও চরিত্র হননের স্রোত বইয়ে দিয়েছিলো মুসলিম দেশগুলোর সর্বত্র। একদিকে সশস্ত্র লড়াই, অন্যদিকে কুটিল সাংস্কৃতিক হামলা - এ দুয়ের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছিলেন আইয়ুবী। তিনি মোকাবেলা করেছিলেন এমনসব অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর ঘটনার - মানুষের কল্পনাকেও হার মানায়। ক্রুসেড সিরিজ অবলম্বনে আসাদ বিন হাফিজ রচনা করেছেন গাজী সালাহউদ্দিন আইয়ুবীর সেই বর্ণাঢ্য জীবনকাহিনী নির্ভর অসামান্য উপন্যাস - মহাকালের মহানায়ক।
►ডাউনলোডঃ মহাকালের মহানায়ক গাজী সালাহউদ্দিন আইয়ুবী◄
(বুক কোয়ালিটিঃ আপডেটেড))
পেজ-ভিউ
8 comments:
অসংখ্য ধন্যবাদ সত্য কন্ঠ এবং প্রিয় বই়.কম ।
ক্রুসেডের এই বই গুলো আমি অনেক দিন যাবত খুজছিলাম। অবশেষে তা আজ মিলেছে । কিন্তু আমি এই সিরিজের সবগুলো বই কালেক্ট করতে চাই। যদি দয়া করে বলে দিতেন কোথা থেকে সংগ্রহ করতে পারি তবে খুব উপকৃ্ত হতাম।
আর হা স্কানিং কোয়ালিটি আরো ভাল হওয়া প্রয়োজন।
apni porus mone proka sonita phone kora books sogu
এই সিরিজ এর সব গুলো বই পড়ার খুব ইচ্ছা আছে। নেটে অনেক খুঁজেছি পাই নাই। রেয়ার কালেকশন বই গুলো দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনেক ধন্যবাদ।
বইয়ের স্ক্যনিং এতো অযত্নকেন? অনেক পৃষ্ঠা ই পড়া যায় না। আমি খুবই হতাশ। এতো কষ্ট করে ডাউনলোড করলাম তারপর যদি দেখি এই অবস্থা! তাও আবার উন্নত কোয়ালিটির 72 মেগাবাইটের বই। অমি খুব কষ্ট পেলাম আপনাদের কাজে। প্লিজ যে কাজই করুণ না কেন কাজের কোয়ালিটির ব্যাপারে কোন আপোষ করবেন না। অনেক ধন্যবাদ।
@আখতার, কারন সবার উচিত বইগুলো কিনে পড়া।
2nd part plzzzz upload den
এইখানে তো সম্পূর্ণ টা নেই। পুরো সিরিজ টা পিডিএফ আকারে কোথায় পাওয়া যাবে??
বইয়ের স্ক্যানিং কোয়ালিটি ঠিক করা হয়েছে। আর ক্রুসেড সিরিজের সব বইই এখন অনলাইনে পাওয়া যায়। গুগল করলেই পেয়ে যাবেন।