বখতিয়ারের তলোয়ার

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqgY0x-whEf2bCTN3-j4hQVroPg5a0qm4jnTdl2K0sizwb3zrXfpL1agGJXzPOzZ39M9-ZenBxREKyK3vFGf2CB82BEI9f68___uocCc_7OU1uVhkkF2XAIvUESOFLIcxifbr8rrRXaVc/s1600/Bokhtiarer_Talwar.jpgইখতিয়ার উদ্দীন মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজীর নদীয়া বিজয় থেকে দাউদ কাররানীর রাজমহলের যুদ্ধ বাংলা মুলুকের পৌনে চারশো বছরের ইতিহাস। গৌড়পান্ডুয়া-তান্ডার-মুসলমান শাসনের এক অবিস্মরণীয় ও ঐতিহ্যময় অতীত। অথচ ইংরেজ ও তার সহযোগীদের চাতুর্যে এই অতীত আমাদেদের জানতে দেয়া হয়না আজ ও। এই ইতিহাসের গুরুত্ব খুবই কম আমাদের পাঠ্যসূচীতে।

সামাল-সামাল-
হুশিয়ার হুশিয়ার-

জাঁন কাঁপানো আওয়াজ গজবের আলামত। জায়গার নাম গরমশির। আফগান মুলকের এক প্রাচীন জনপদ। এক প্রান্তিক এলাকা। গরমশিরের একদিকে সিস্তান ও অন্যদিকে গজনী। জনপদের দুইপাশে লোক বসতি, মাঝখানে রাস্তা। বালি-কাঁকর-পাথর ঢাকা পথ। ঘটনা এই পথের উপর।

বাংলা বিজয়ের আগে ও পরের কাহিনী নিয়ে শফীউদ্দিন সরদার রচনা করেছেন এই উপন্যাসটি। বিন বখতিয়ার খিলজীর জীবনকাল, সেই সময়ের পরিবেশ পরিস্থিতি ও প্রকৃতি এবং শাসনকালের নানা ঘাত প্রতিঘাত-জটিলতার নিঁখুত ছবি এই উপন্যাসটি।


x 2 ভিউ


(আপডেটেড)

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম