নবীদের সংগ্রামী জীবন

মহান আল্লাহ তায়ালা আল কুরআনে ২৫ জন নবী রাসূলের নাম উল্ল্যেখ করেছেন। তাদের অনেকের কথা বারবার উল্ল্যেখ করেছেন। তাদের আদর্শ ও সংগ্রামী জীবনের কথা উল্ল্যেখ করেছেন। তাদের আদর্শ অনুসরণের আহবান জানিয়েছেন। তাই নবীদের পথই আমাদের মুক্তির পথ।

আল কুরআনের আলোকে নবীগণের জীবনকথা ও জীবনাদর্শ লেখার বাসনা আমার অনেক দিনের। তবে সময় সুযোগের অভাব ছিলো। অবশেষে লেখার কাজে হাত দিলাম। কিশোর ও তরুনদের কথা সামনে রেখেই লেখার কাজ শুরু করেছি। 'কিশোর কণ্ঠ' পত্রিকায় লেখাগুলো প্রকাশও হয়ে আসছে। পুস্তক আকারে প্রকাশিত হলো।

বইটি তিন খন্ডে প্রকাশিত, প্রথম খন্ডে এগারোজন নবী রাসূলের জীবনী রয়েছে এখানে, তারা হলেন -



১. হযরত আদম আলাইহিস সালাম
২. হযরত ইদরীস আলাইহিস সালাম
৩. হযরত নূহ আলাইহিস সালাম
৪. হযরত হুদ আলাইহিস সালাম
৫. হযরত সালেহ আলাইহিস সালাম
৬. হযরত ইবরাহীম আলাইহিস সালাম
৭. হযরত লুত আলাইহিস সালাম
৮. হযরত ইসমাঈল আলাইহিস সালাম
৯. হযরত ইসহাক আলাইহিস সালাম
১০. হযরত ইয়াকুব আলাইহিস সালাম
১১. হযরত ইউসুফ আলাইহিস সালাম








0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম