রক্তাক্ত জনপদ -(শাহাদাতের ইতিহাস সঙ্কলণ)


বাংলাদেশে ইসলামী আন্দোলনের পথ পরিক্রমার প্রথম দুই যুগের নথিভূক্ত শহীদগণের শাহাদাতের প্রেক্ষাপট ও রক্তপিচ্ছিল নির্যাতনময় আন্দোলনমুখর প্রথম দিনগুলোর ইতিহাস তুলে ধরা হয়েছে এ সংকলনে। এটি ১৯৯২ সালে প্রকাশিত হয়। তখন পর্যন্ত ছাত্র ইসলামী আন্দোলনের শাহাদাতের ৫০ তম সংখ্যা পর্যন্ত ঘটনাবলী নিয়ে সংলনটি প্রকাশ করা হয়। পরবর্তী দুই যুগ অর্থাত বর্তমান সময় পর্যন্ত শাহাদাতের সেই সংখ্যা তিনগুনের বেশি হয়ে গিয়েছে; যা প্রমান করে কন্টকময় মক্কীযুগের কঠোর সংকটের দিনগুলোর ঈমানী তামান্না সময়ের পরিবর্তনে এতোটুকু কমেনি, বরং বেড়েছে। আল্লাহর জমীনে আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার দূরন্ত দু:সাহসী কাফেলার মুজাহিদদেরকে কোন রক্তচক্ষু আজ অবধি সামান্যতম ভয় দেখাতে পারেনি, তারা ছুটে চলেছে পরিপূর্ণ নিশ্চিৎ আস্থা ও বিশ্বাস নিয়ে। পূর্বসূরী শহীদগনের দেখানো পথ থেকে সামান্যতম বিচ্যুত হয়নি এ কাফেলা! পূর্ববর্তীগনের পদচিহ্নে পা রেখে রেখেই চূরান্ত নজরানা দিয়ে এগিয়ে চলছে মুক্তির আলোকিত রাজতোরনের দিকে!


বর্তমানে এমন এক সময় চলছে যখন প্রতিটা দিন প্রতিটা মুহুর্ত ইসলামী আন্দোলনের প্রতিটা কর্মী নিশ্চিৎ শাহাদাতের পূর্ণ প্রস্তুতি নিয়ে সময় কাটায়। ইসলাম বিদ্বেষী প্রতিটি অপশক্তি সে হোক সেক্যুলার কিংবা নাস্তিক কম্যুনিষ্ট অথবা জাতীয়তাবাদী; সমস্ত মিডিয়া ও রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসলামী আন্দোলনের ওপর। রাস্তায় প্রত্যকে কালেমায়ে শাহাদাত পড়ে তবেই আল্লাহুআকবরের ধ্বনি উচ্চারণ করতে বের হয়। কোন ধরনের আর্থিক ঋণের বোঝা শহীদ হলেও রয়ে যাবে বলে ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মী তার আর্থিক সকল লেনদেন নিকটাত্মীয়কে বুঝিয়ে দিয়ে তবেই রাস্তায় নামছে ; কেবল এই একটি বাক্যই হয়তোবা বুঝাতে সক্ষম এই নাজুক পরিস্থিতিকে! শাহাদাতের রীতিমত মিছিল চলছে চতুর্দিকে। মাত্র এক মাসে সারাদেশের প্রায় ২০ জন নিষ্পাপ আল্লাহর বান্দা সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রেখে শহীদি মিছিলে যোগ দিয়েছেন ।

এমন ই পরিস্তিতিতে আমাদের পূর্বসূরী শহীদগনের ঘটনাপূঞ্জি তুলে ধরা হলো, যারা আমাদেরকে অনুপ্রাণিত করে সবচেয়ে বেশি!



x 2 ভিউ

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম