‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর। প্রকাশসময় ১৯৫৭ এর আগষ্ট। রূপসী বাংলা’র রচনাকাল ১৯৩২। জীবনানন্দ দাশ রূপসী বাংলা’র কবিতাগুলো ছিল শিরোনামহীন। লক্ষ্য করলে দেখা যাবে কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতার শিরোনাম প্রথম পঙক্তির প্রথমাংশ থেকে থেকে। ধারনা করা হয় রূপসী বাংলা কাব্যগ্রন্থের নামকরণ এবং উৎসর্গ কবির ভাই অশোকানন্দের।
‘রূপসী বাংলা’ প্রকাশের সময় অশোকানন্দ দাশ স্বাক্ষরিত (৩১ জুলাই ১৯৫৭) ভূমিকাটি উদ্ধৃত হলো-
"এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলি সংকলিত হল, তার সবগুলিই কবির জীবিতকালে অপ্রকাশিত ছিল; তাঁর মৃত্যুর পরে কোনো-কোনো কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কবিতাগুলি প্রথমবারে যেমন লেখা হয়েছিল, ঠিক তেমনই পান্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল; সম্পূর্ণ অপরিমার্জিত। পঁচিশ বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ্যে একটি বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে কবিতাগুলো রচিত হয়েছিল। এসব কবিতা “ধূসর পান্ডুলিপি” পর্যায়ের শেষের দিকের ফসল।
কবির কাছে ‘এরা প্রত্যেকে আলাদা আলাদা, স্বতন্ত্র সত্তার মতো নয় কেউ, অপরপক্ষে সার্বিক বোধে একশরীরী; গ্রামবাংলার আলুলায়িত প্রতিবেশ-পৃসৃতির মতো ব্যাস্টিগত হয়েও পরিপূরকের মতো পরস্পরনির্ভর।..."
একনজরে রূপসী বাংলা
প্রথম প্রকাশ : আগস্ট ১৯৫৭। প্রকাশক : সিগনেট প্রেস। আকার ডিমাই, ৮+৬২ পৃষ্ঠা। প্রচ্ছদশিল্পী : সত্যজিৎ রায়। মূল্য : তিন টাকা। উৎসর্গ : ‘আবহমান বাংলা- বাঙালী’।
২২ অক্টোবর ১৯৫৪, শুক্রবার, রাত ১১-৩৫। রূপসী বাংলার কবির মৃত্যু হয়।
- ১৩. কত দিন সন্ধ্যার + এ-সব কবিতা আমি + কত দিন তুমি আমি
- ১২. শ্মশানের দেশে তুমি + তবু তাহা ভুল জানি + সোনার খাঁচার বুকে
- ১১. কোথাও মঠের কাছে + চ’লে যাব শুকনো পাতা-ছাওয়া + এখানে ঘুঘুর ডাকে
- ১০. কত ভোরে- দু’-পহরে + এই ডাঙা ছেড়ে হায় + এখানে আকাশ নীল
- ৯. পাড়াগাঁর দু’পহর + কখন সোনার রোদ + এই পৃথিবীতে এক
- ৮. অশ্বত্থে সন্ধ্যার হাওয়া + ভিজে হয়ে আসে মেঘে + খুঁজে তারে মরো মিছে
- ৭. কোথাও চলিয়া যাব + তোমার বুকের থেকে + গোলপাতা ছাউনির
- ৬. যদি আমি ঝ’রে যাই + মনে হয় একদিন + যে শালিখ মরে যায়
- ৫. ঘুমায়ে পড়িব আমি একদিন + যখন মৃত্যুর ঘুমে + আবার আসিব ফিরে
- ৪. যেদিন সরিয়া যাব + পৃথিবী রয়েছে ব্যস্ত + ঘুমায়ে পড়িব আমি
- ৩. কোথাও দেখিনি + হায় পাখি, একদিন + জীবন অথবা মৃত্যু
- ২. যতদিন বেঁচে আছি + একদিন জলসিড়ি নদীটির + আকাশে সাতটি তারা
- রূপসী বাংলা - জীবনানন্দ দাস
- ২০. এই সব ভালো লাগে + সন্ধ্যা হয় - চারিদিকে + একদিন কুয়াশার + ভেবে ভেবে ব্যথা পাব
- ১৯. হৃদয়ে প্রেমের দিন + কোনোদিন দেখিব না + ঘাসের ভিতরে সেই
- ১৮. বাতাসে ধানের শব্দ + একদিন এই দেহ + আজ তারা কই সব ?
- ১৭. তুমি কেন বহু দূরে + আমাদের রূঢ় কথা + এই পৃথিবীতে আমি
- ১৬. একদিন পৃথিবীর পথে + পৃথিবীর পথে আমি + মানুষের ব্যথা আমির
- ১৫. অশ্বত্থ বটের পথে + ঘাসের বুকের থেকে + এই জল ভালো লাগে
- ১৪. এখানে প্রাণের স্রোত + একদিন যদি আমি + দূর পৃথিবীর গন্ধে
0 comments: