রাসুলুল্লাহ (সা.) এর ইন্তেকালের পর চার খলিফা এবং পঞ্চম খলিফা হিসেবে খ্যাত উমর ইবনে আব্দুল আজীজের শাসনামলকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে আখ্যা দেয়া হয়। সে সময়কার সামগ্রীক সামাজিক ও রাজনৈতিক আবস্থার বিশ্লেষণ করা হয়েছে এই বইয়ে। খলিফাতুল মুসলেমিনগণের খোদাভীতি, উন্নততম নৈতিক মান, জনসেবা, সরকারী কোষাগারের আমানতদারীতা, সামাজিক শান্তি, শৃঙ্খলা, সুবিচার, একে অন্যের প্রতি মমত্ববোধ, সহানুভূতি ইত্যাদী সর্বকালের সর্বযুগের জন্য অনুকরনীয় দৃষ্টান্তসমূহের বিস্তারিত বর্ণনা রয়েছে এখানে। বর্তমান অন্ধকারাচ্ছ্ন্ন সময়ে মুসলিম জাতির আমূল পরিবর্তন ও ব্যক্তিজীবনে প্রতিটি মুসলমান ইসলামের মূল আবেদন সম্পর্কে সঠিক ধারনা লাভে বইটি সহায়ক হতে পারে।
x 2 ভিউ
0 comments: