ইসলামী সমাজ বিপ্লবের ধারা

মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী বিধান প্রতিষ্ঠার প্রত্যয়ে যারা নিয়োজিত তাদেরকে উদ্দেশ্য করে বইটি রচনা করা হয়েছে৷ ইসলামের সমতা বিধান, ইসলামের শান্তি প্রিয়তা, মানবতার মুক্তির মন্ত্র ও ইসলমের সার্বিক সৌন্দর্য মানুষের মাঝে তুলে ধরার জন্য তার অনুসারিদেরকে যে যোগ্যতা অর্জন করা আবশ্যক সে সম্পর্কে বইটিতে অত্যন্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে৷ মানব রচিত মতবাদের অনুসারিরা শিক্ষা-আবিষ্কার সর্বদিক থেকে মুসলমানদেরকে ছাড়িয়ে গেছে৷ বস্তুবাদী দর্শন মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে ইসলামের সার্বিক সৌন্দর্য আর তাদের মাঝে শাশ্বত আবেদন জাগাতে পারছেনা৷


তাই ইসলামের অনুসারিদেরকে জ্ঞান-গরিমায়, বিজ্ঞান ও শিল্পকলায় এবং কর্ম ও কৌশলে এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা ইসলামকে সকল মতবাদের উপর বিজয়ী করতে পারে , যা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আবশ্যক৷ বইটিতে লেখক ইসলাম প্রতিষ্ঠার বন্ধুর পথে যে সমস্ত দুর্লভ পাথেয় অর্জন প্রয়োজন তার বিস্তারিত আলোচনা করেছেন৷ আশা করি বইটি একজন মুসলিমকে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে৷


অধ্যায়সমূহ

(বইটি ইসলাম.নেট.বিডি ওয়েব থেকে নেয়া হয়েছে)


পেজ-ভিউ


সাইয়্যেদ কুতুব শহীদ

3 comments:

Unknown বলেছেন...

সাইয়েদ কুতুব শহীদ এর লেখা আরো বই চাই ।

IslamicActivity বলেছেন...

বিংশ শতাব্দীর ইসলামী আন্দোলনের বিপ্লবী কন্ঠস্বর ও আপসহীন তাওহীদবাদী উস্তাদ সাইয়েদ কুতুব (রাহ:) তাঁর "ইসলামী আন্দোলনঃসংকট ও সম্ভাবনা" বইটিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যেসকল বাধা বিপত্তি ও সংকটের সৃষ্টি হয় সেগুলোর যথাযথ কারণ এবং কোর’আন ও সুন্নাহর আলোকে সেগুলোর সমাধান তুলে ধরেছেন। বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক ইসলামি আন্দোলনের কর্মীর জন্য এ বইটি অবশ্যপাঠ্য।বইটি আপনাদের ওয়েবসাইট এ যোগ করার এবং সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল।জাযাকাল্লাহ।উল্লেখ্য বইটি ইন্টারনেট এ এই প্রথম আপলোড করা হয়েছে আলহামদুলিল্লাহ।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?rgal26vwor10aca

Unknown বলেছেন...

Nice

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম