এক বাচ্চা ছেলে দশাসই এক লোকের হাত ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে । আগে আগে যাচ্ছে দুই কিশোর । লোকটি ডেকে বলল, 'সাদ, আহমদ, দাঁড়াও'।
সাদ ও আহমদ বাগানের ভাঙা দেয়ালটার কাছে পৌছে ডাক শুনে দাঁড়িয়ে পড়লো । লোকটার বয়স চল্লিশের কাছাকাছি । সে তার বিশাল দেহটা নিয়ে ওদের কাছে এসে বলল, 'হাসান খুব ক্লান্ত হয়ে পড়েছে' ।
আলমাস চাচা, আমরা আজ মদিনাতুজ জোহরা দেখে যাব ।কি হাসান! তুমি কি খুব কাহিল হয়ে পড়েছো ? 'বললো বড় ছেলেটি ।
হাসান কোন জবাব না দিয়ে মুখ কালো করে এক পাথরের ওপর বসে পড়লো । তীর ধনুক নামিয়ে রাখল মাটিতে... (প্রথম চাপ্টার)
খন্ড-বিখন্ড স্পেন :
হিজরী পঞ্চম শতাব্দীতে স্পেনের মুসলমানরা ইতিহাসের এক শোচণীয়পর্যায় অতিক্রম করছিলো । উমাইয়া শাসনের জৌলুস তখন বেশ ভাটা পড়েছে । যে বিশাল সাম্রাজ্যেরশক্তি ও দাপট পাশ্চাত্যের সম্রাটদেরকে সারাক্ষণ ভয়ের মধ্যে রাখতো আত্মকলহের কারনে সে সাম্রাজ্য খন্ড বিখন্ড হয়ে গিয়েছিলো .. (দ্বিতীয় চাপ্টার)
কর্ডোভা, টলেডো ও সেভিল :
সেভিলের বাদশাহ মুতামিদ ও টলেডোর বাদশাহ মামুন জান্নুন অন্যান্য খন্ড-রাজাদের চেয়ে শক্তিশালী ছিলো । তারা উভয়েই নিজেদেরকে স্পেনের সম্রাটতুল্য ভাবত এবং মনে করত কর্ডোভা দখল করার করার অধিকার একমাত্র তারই আছে । এর ফলে , মুসলিম শাসিত কর্ডোভার একপাশে মুতামিদ ও অন্য পাশে মামুন জান্নুন সৈন্য সমাবেশ করল । অবরোধ করার পর প্রথম যে প্রশ্নটি..(তৃতীয় চাপ্টার)
পরিস্থিতির আরো অবনতি :
আলমাস প্রতিবারই গ্রানাডা এসে ফসল ও বাগ-বাগিচার সমুদয় আয় সকিনার কাছে দিয়ে হিসাবপত্র দেখার জন্য পীড়াপীড়ি করতো । সকিনা বলতো, ‘না আলমাস! ওটা তুমিই দেখো, আমার দেখার কোন প্রয়োজন নেই ।’ আলমাস রেগে গিয়ে সাদ কে বলতো, ‘দেখো সাদ! তুমি এখন বেশ বড় হয়েছো । এখন তেকে তোমারই উচিত হিসাবপত্র যাচাই করে দেখা।’...(চতুর্থ চাপ্টার)
মুজাহিদ বাহিনী :
গ্রানাডা ফিরে আসার কয়েক দিন পরেই সাদ বিন আব্দুল মুনীম সর্বোচ্চ ফৌজি তালিম শেষ করে সনদ নিয়ে বেরিয়ে এলো । এ সনদপ্রাপ্তরা সাধারণত সামরিক বাহিনীতেই যোগদান করতো। কিন্তু সাদ ‘নাম কা ওয়াস্তে ’ সৈণ্য বাহিনীতে যোগদান করায় আগ্রহী হলোনা ..(পঞ্চম চাপ্টার)
ফেসবুকে নসীম হিজাযী..
ডাউনলোড
মিডিয়াফায়ার লিঙ্ক | গুগলড্রাইভ লিঙ্ক |
৯.০০ মেগাবাইট | ৯.৬৫ মেগাবাইট |
পুরোনো ভার্সন ডাউনলোড
২. ইউসুফ বিন তাশফিন (পিডিএফ-সাদা) - ডাউনলোড(সাইজঃ ১০mb)
৩. ইউসুফ বিন তাশফিন (ফ্লিপবুক.exe) - ডাউনলোড(সাইজঃ ১২২mb)
9 comments:
আলহামদুলিল্লাহ!
দারুন ব্যাপার তো । আমার প্রিয় লেখক নসীম হিজাযীর বই পেয়ে খুব ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ!
The book named "ইউসুফ বিন তাশফিন
"can not be opened without password
Pls. publish password
আলহামদুলিল্লাহ!
কোন পাসওয়ার্ড নেই। ডাউনলোড করুন এবং পড়ুন।
ভাই বই ডাউনলোড করতে পারছিনা কি কারণে বলতে পারবেন
আলহামদুলিল্লাহ অনেক দিন প্রিয় বইয়ের খুজে পেলাম৷ শুকরিয়া সবাইকে৷