সুদবিহীন ব্যাংকিং

সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রায় বিগত একশত বছরে সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় শুধু ইসলাম আর মুসলমানদের নয়, বরং পৃথিবীর মানব সন্তানের ধর্ম বর্ণ নির্বিশেষে আশিভাগ আদম সন্তানকে স্বাস্থ্য, মেধা, চরিত্র, আখলাখ, কৃষ্টি ও কালচারের দিক দিয়ে ধ্বংসের যে প্রান্তে নিয়ে গেছে তার ভয়াল চিত্র কোন ধর্মের বুদ্ধিজীবি, লেখক, গবেষক, কবি, সাহিত্যিক এক হাজার বছর ধরেও লিখে শেষ করতে পারবেনা। তাই আল্লাহ কুরআনে অন্য সমস্ত মহাপাপের তুলনায় একমাত্র সুদী অর্থব্যাবস্থার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন।

অন্যদিকে সমাজতন্ত্রবাদীরা স্বীয় পরিশ্রমের নিশ্চিত মালিকানাকে অস্বীকার করে। হাতের পাঁচ আঙুলকে এক সমান করে দেখানোর অবাস্তব সমাজতন্ত্র পৃথিবীবাসীকে বোকা বানানোর যে অপচেষ্টায় লিপ্ত ছিলো তা ভেঙে গেছে। খোদাদ্রোহীতা সমাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ - আফগান পাঠানদের লাঠির আঘাতে ভেঙে খান খান হয়ে গেছে এই থীওরী।


ইসলাম ইহ ও পরকালীন সার্বিক কল্যানের একটি পূর্নাঙ্গ জীবনব্যাবস্থা, মানব জীবনের অন্য সকল প্রয়োজনের সাথে সাথে ইসলাম অর্থনৈতিক ব্যাবস্থা সম্পর্কেও বিস্তারিত মূলনীতি নিয়ে এসেছে।


0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম