রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অফিসিয়াল পেজের এডমিন ফেসবুক ইনবক্সে কারো সাথে আলাপ করছিলেন নিজেদের অপকর্ম নিয়ে। বেখেয়ালে তখনই তিনি ইনবক্সের পরিবর্তে ভুলে পেজের ওপেন স্টাটাসে পাবলিশ করে ফেলন। -‘চিন্তা করো মামা কি ব্রেইন। পেট্রোল বোম ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি ছাত্রদল জামায়াত শিবীর এর। একেই বলে পলিটিকস।’ । সাংবাদিকমহল ও বিরোধী জোটের নেতারা অনেক আগে থেকেই বলে আসছিলেন, নাশকতামূলক কর্মকান্ডের সাথে তাদের নূন্যতম স্মপৃক্ততা নেই। তারই প্রমাণ এসময়ে ঊঠে আসে জাতীয় পত্রিকাগুলোতে।
video
পেট্রলবোমা হামলায় ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ -রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পেট্রলবোমাসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আটক হচ্ছেন। এসব নেতাকর্মীরা ধরা পড়ার পর পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে ।
চট্টগ্রামে আওয়ামী লীগ অফিস থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার - চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির আওয়ামী লীগ অফিসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভর্তি পেট্রলবোমা ও ৪টি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ ।
রূপগঞ্জে বোমা বিস্ফোরণে ছাত্রলীগের ৪ কর্মী আহত -বুধবার গভীর রাতে উপজেলার ছোনাব এলাকায় ছাত্রলীগ নেতা শাহীন মিয়ার নিয়ন্ত্রনাধীন একটি ঝুটের গোডাউনে বোমা বানানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীতে বিচারপতির বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩ ছাত্রলীগ নেতাকর্মী আটক - আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জাহাঙ্গীর হোসেন সেলিমের নোয়াখালী সেনবাগ উপজেলার কাবিলপুরের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিেেপর ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। -
আমি আ'লীগ করি, আমার বড় ভাই যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ : পেট্রোল বোম নিক্ষেপকারী গ্রেপ্তারকৃত মুন্না, দেখুন ভিডিও সহ - মঙ্গলবার সকালের দিকে নগরের হালিশহরে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিওন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আটকের এ তথ্য জানান অতিরিক্ত পরিচালক মেজর সাব্বির আহমেদ। আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর আলম, ওসমান গনি, মো. আবুল কালাম, মো. হারুন মিয়া, মো. শরীফ খান ও মো. মুন্না। বিজিবির সংবাদ সম্মেলনে সুযোগ পেয়ে মুন্না সাংবাদিকদের বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। আমি নিরীহ। এটা আমাকে হয়রানি করা (হচ্ছে)।’
পেট্রলবোমায় ট্রাক চালক দগ্ধ: ফেসবুকে ‘দায় স্বীকার’ ছাত্রলীগের -রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফেসবুকের অফিসিয়াল পেজে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করে পোস্ট দেয়া হয়েছে।
বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক - মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে আটটার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা (২৪), ছাত্রলীগকর্মী লিমন (২২) ও রানা (১৯)। তাঁদের কাছে পেট্রলভর্তি দুটি বোতল ও দিয়াশলাই পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে ছাত্রলীগ কর্মী আহত - রহমত একই এলাকার লোকমানের ছেলে ছাত্রলীগ কর্মী শাহিনের অফিসে বসে বোমা তৈরি করছিল। এমন সময় বোমা বিস্ফোরণ ঘটে রহমত আহত হয়। প্রথমে রহমতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ফেনীতে পেট্রোল বোমা তৈরিকালে ঝলসে গেছে ৪ যুবলীগকর্মী - এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত অবস্থায় উত্তর লীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২), একই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে রিপন (৩৫), ছিদ্দিকুর রহমানের ছেলে শাহআলম (২৮) ও মো: ইদ্রিসের ছেলে জামালকে (২৫) উদ্ধার করে ফেনীতে পাঠায়।
রেলস্টেশনে ককটেল হামলার ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী আটক- কুমিল্লা রেলস্টেশনের ২নং প্লাটফর্মে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেট্রলবোমাসহ আটক -রাজধানীর কদমতলী এলাকা থেকে ৪টি পেট্রলবোমা ও ৫টি ককটেলসহ ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) ১০।
0 comments: