
ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সটবুক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত পাঠ্যবইগুলোর অনলাইন সংস্করণ ওয়েবে প্রকাশ করা হয়েছিলো সরকারী উদ্যোগেই । কিন্তু এনসিটিবি এর ওয়েবসাইটের-সার্ভার পাঠকদের ডাউনলোড চাহিদা পূরন করতে গিয়ে ক্রাশ করেছে অথবা সাইটটি হ্যাক হয়েছিল । তবে এর পূর্বেই যারা বইগুলো ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে সেইভ করতে পেরেছিলেন, তাদের সৌজন্যে বইগুলোকে আবার ইন্টারনেট ইউজারদের কাছে পৌছে দেয়া সম্ভব হল । প্রথম শ্রেণী থেকে নবম-দশম শ্রেণীর প্রায় সবগুলো বই পিডিএফ আকারে গুগল সার্ভারে রয়েছে । পাঠ্যবইগুলোর সফট ভারসন ডাউনলোড করে রাখতে পারেন এখান থেকে। বইয়ের লিঙ্কে ক্লিক করলে গুগলডক প্রথমে পিডিএফ টি অনলাইনে ওপেন করে দেখাবে। আপনি উপরের File মেন্যুতে ক্লিক করলেই ডাউনলোড অপশন পাবেন।
0 comments: