কুরআনে সালাত, আদেশ, নিষেধ ও উচ্চ নৈতিক আদর্শাবলীর মাধ্যমে আল্লাহ অনেক গোপন রহস্য মানুষের গোচরীভূত করেন। এগুলো হচ্ছে সত্যিকারের গুরুত্বপূর্ণ রহস্যাবলী। মনোযোগী দৃষ্টিভঙ্গি সারাজীবন-ই এগুলো প্রত্যক্ষ করতে পারে। কুরআন ছাড়া আর কোন সূত্রেই এসব রহস্যের সন্ধান খুঁজে পাওয়া যাবেনা। কুরআন ই হচ্ছে সেসব গোপন রহস্যের অনন্য সূত্র যা কোন ব্যক্তি যত শিক্ষিত, বুদ্ধিমান ও সুক্ষ্মদৃষ্টি সম্পন্নই হোন না কেন অন্য কোন সূত্রের থেকে লাভের আশা করতে পারেন না।
কুরআনের কিছু প্রচ্ছন্ন বাণী রয়েছে যা কিছু লোক খুঁজে পায়না অথচ অন্য কিছু লোকের কাছে তা পরিষ্কারভাবে পরিদৃষ্ট হয়। এটাও আল্লাহর আরেকটি রহস্য। যারা পবিত্র কুরআনের বুৎপত্তি লাভ করেও এসব রহস্যের সন্ধান করেনা তারা বিপদে ও সংকটে আছে, থাকবে। ভাগ্যের পরিহাস তারা জানেও না তাদের বিপদ কি।
লেখক : হারুন ইয়াহিয়া
অনুবাদক : আবুল বাশার
|
পেজ-ভিউ
1 comments:
জাজাখাললাহ