মৃতরা কি জীবিতদের সাথে স্বপ্নে দেখা দিতে এবং কথা বলতে পারেন?

মৃতরা কি জীবিতদের সাথে  স্বপ্নে দেখা দিতে এবং কথা বলতে পারেন?
-----------------------------------
আবদুস শহীদ নাসিম
২৪/০৩/২০১৫
-------------------
প্রশ্নঃ আস্সালামু আলাইকুম। স্যার, প্রশ্নটির উত্তর জানানোর অনুরোধ করছি। মৃত মানুষরা কি কারো সাথে স্বপ্নে কথা বলার এবং দেখা করার ক্ষমতা রাখেন? রাসুল (স) কারো সাথে স্বপ্নে সাক্ষাত করেন কিনা?

জবাবঃ মৃত ব্যক্তি তো মৃত। তিনি নবী হউন বা অনবী, মুমিন হউন বা কাফির, তাতে কিছু আসে যায় না।

মৃতরা জীবিতদের সাথে সাক্ষাত করার এবং কথা বলার ক্ষমতা রাখেন না। মৃত মানুষ কী করে সাক্ষাত করবেন এবং কথা বলবেন?

এ সবই ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারনা। এসব ধারনা বিশ্বাস হিন্দু ধর্মের ধারনা-বিশ্বাসের সাথে মিলে যায়। হিন্দু ধর্মীয় বিশ্বাসই এসব ধারনা-বিশ্বাসের উৎপত্তিস্থল।

তবে জীবিতরা মৃতদেরকে সাক্ষাত করতে, বা কোন উপদেশ দিতে, বা যে কোন কাজ করতে স্বপ্নে দেখতে পারেন, কথা বলতেও দেখতে পারেন। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। স্বপ্ন যিনি দেখেন এটা তার ব্যাপার, যাকে দেখেন তার ব্যাপার নয়।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম