মেয়েদের হোস্টেলে নামায পড়ার সমস্যা

আবদুস শহীদ নাসিম
১১/০৪/২০১৫

প্রশ্নঃ আসসালামু আলাইকুম।
স্যার, আমার দুই রুমমেট হিন্দু এবং তাদের টেবিল-এ কৃষ্ণমূর্তি আছে। এ অবস্থায় আমার রুমে কি নামাজ হবে? নাকি আমি তাদেরকে মূর্তি সরাতে বলব?

জবাবঃ ওয়ালাইকুম সালাম। সাদিয়া, তোমার জন্যে পরামর্শ হোলঃ

০১। তাদেরকে কৃষ্ণ মূর্তি সরাতে বললে তারা এটাকে তাদের দেবতার প্রতি অসম্মান মনে করবে/ করতে পারে। তাই এ রকম কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবে। অন্যরা তাদের দেবতাদের প্রতি অসম্মান মনে করবে -এমন কোন কাজ করবে না।

০২। সম্ভব হলে রুম চেঞ্জ করে নিতে পারো।

০৩। বাধ্য হয়ে ঐ রুমে থাকতে হলে ওখানেই নামায পড়বে। তোমার নামাযের সামনা-সামনি যেন মূর্তি না থাকে সেটা খেয়াল রাখবে।

০৪। আমাদের প্রিয় নবী সা মক্কী জীবনে কাবার চত্বরে কাবাকে সামনে রেখে নামায পড়তেন, অথচ তখন কাবার ভেতরে তিন শতাধিক মূর্তি বিদ্যমান ছিল। এটা ছিল বাধ্য হবার অবস্থা।

০৪। বাধ্য হবার ক্ষত্রে তোমার নামাযের কোন ক্ষতি হবেনা। মনোযোগের সাথে আল্লাহমুখী হয়ে নামায পড়বে।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম