অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি

এই অসাধারন ছবিগুলা কেমনে তোলা হয়েছে জানিনা,তবে ছবিগুলা দেখার পর একটা অদ্ভুত অনূভূতি ভিতরে খেলা করল....
ধর্ম-বর্ন নির্বিশেষে সবার ভিতরের চিত্র কিন্তু প্রায় একই। জর্জ বুশ কিংবা ওসামা বিন লাদেন,হিটলার কিংবা আইনস্টাইন.....হাসিনা,খালেদা,সবার অন্দরমহলে যদি কোনই পার্থক্য না থাকে তাইলে কেন এত পার্থক্য???

যাক গে.....ছবিগুলা দেখি।


প্রথমেই একমুঠো ক্যান্ডির ছবি....

 

এই ক্যান্ডিগুলা আমাদের শরীরে অক্সিজেন বহন করে আমাদের বাঁচিয়ে রাখে।এইগুলা হচ্ছে লোহিত কণিকা.....ছেলেদের দেহে এগুলার সংখ্যা একটু বেশী থাকে....স্বভাবতই:)....জন্ম থেকেই আমরা একটু বেশী পেয়ে অভ্যস্ত....আফসোস, নারীরা তা বোঝেনা!!


এরপর একটা ছেড়াবেড়া কাঠের টুকরো দেখুন....


 

নিয়মিত শ্যম্পু ব্যবহার আর চুলের যত্ন নেওয়ার মাধ্যমে আপনার চুলের এইরূপ দশা হওয়া থেকে আপনি রক্ষা পাবেন....আর সর্বদা চুল ছোট রাখবেন:)

অপরূপ কিছু মাকড়সার জাল.....
 

এইরূপ মাকড়সার জাল আমাদের শরীরে রয়েছে প্রায় ১০০ বিলিয়ন!!
আমাদের দেহের সকল অনূভুতি চলাফেরা করে এইসব জালের ভিতর দিয়ে।এইগুলা হচ্ছে নিউরন.....আর বড় গুলা হল পারকিন্জি ফাইবার।

কটন বাড দিয়ে আমরা যা চুলকাই.....
 

দেখতে কটন বাডের মতোই এইগুলা আমাদের কানের ভিতরের স্টিরিও সিলিয়া....দেহের ভারসাম্য রক্ষার জন্য এইগুলার গুরুত্ন অপরিসীম।

আমাদের সকল স্বাদ-আহলাদের উৎস...
 

জিহবা ও Taste bud।তিতা-মিঠা,ঝাল, সব ধরনের স্বাদের উৎস হলো এই স্হান.....এই জায়গার বিশেষ যত্ন নিবেন...;)

এবার একমুঠো আবর্জনার ছবি

ধরেন,আপনি রাতে ব্রাশ করাটাকে সময় নষ্ট বলে মনে করেন....বা দাঁত জিনিসটাকে আপনি কেবল চিবানোর মাধ্যম বলে মনে করেন....
চিন্তা করবেন না....কিছুদিনের মধ্যেই আপনার দাঁত এসব আবর্জনার বাসস্হান হয়ে দাড়াবে......
অতএব.....নিয়মিত দাঁত ব্রাশ করুন এবং সুস্হ থাকুন:)

রক্ত যখন জমাট বাঁধে......
 

নিঃশ্বাস যেখানে আশ্রয় নেয়.....

সেই আশ্রয়স্হলে যখন ক্যান্সার বাসা বাঁধে

পরিপাকতন্ত্র

এবারে একটি অসাধারন ছবি.....

ডিম্বানু.......এইটাকে জোনা পেলুসিডা বলে.....
সেই ডিম্বানুর উপরে আমাদের শুক্রানু যখন চলাফেরা করতে থাকে..

ডিম্বানু ফার্টিলাইজড হবার ৫ দিন পর

পরাজিত শুক্রানুরা শেষবারের মতো ঢুকার চেষ্টা চালাচ্ছে:)

সবশেষে ৬ দিন বয়সী অপরূপ একটা ভ্রণ......।

পুরোটা জীবন আমরা এভাবে গুটিসুটি খেয়ে বসে কাটিয়ে দেই


-সারওয়ার ইবনে কায়সার

1 comments:

owaly বলেছেন...

It's best............

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম