ব্লগে সত্যিকারের নাস্তিক আছেন হাতে গোনা ৪-৫ জন । তাদের মধ্যে ২-৩ জন মাত্র প্রকাশ্যে তাদের বিভিন্ন প্রশ্ন এবং সংশয় নানাসময়ে পোষ্ট করেছেন । নাস্তিক পরিচয়ধারী বেশিরভাগ ই চরম অসভ্যতা আর নোংরামী ছাড়া ব্লগকে কিছুই দিতে পারেনি । নাস্তিকদের এসব প্রশ্ন বা অভব্যতার একমাত্র টার্গেট হয়েছে ইসলাম এবং ইসলামী জীবনব্যবস্থা । নাস্তিকদের চিন্তাভাবনার দেউলিয়াত্য ও সংকীর্ণতার কারনে কখনোই তাদের কোন লেখা বা কোন প্রশ্ন কাউকে বিভ্রান্ত করতে পারেনি । এরফলে একপর্যায়ে নাস্তিক পরিচয়ধারী কিছু লোক কেবল গালাগালি এবং নোংরামীকেই বেছে নেয় ইসলামকে আক্রমন করার জন্য । এই সংকলনে মূলত যারা তথ্যভিত্তিক ও যুক্তি দেখিয়ে ইসলামের ভুল ত্রুটি ধরার চেষ্টা করেছেন, তাদের জবাবী পোষ্টগুলোর মধ্য থেকে আমার কাছে যেগুলো আকর্ষনীয় মনে হয়েছে সেগুলো রাখা হলো । তবে নোংরা এবং অভদ্র নাস্তিক পরিচয়ধারীদের জন্যও জবাব রয়েছে..
বিস্তারিত ►
*.*.*.*.*.*.*.*.*.*.*
নাস্তিকতাময় আমার একদিন!! - জাহাজী পোলা (..
আমি বিনীত গলায় বললাম- স্যার, আপনার মনে আছে আপনার মা একবার অসুস্থ হয়েছিল, তখন আপনি আমাকে ঢাকা পাঠালেন আপনার কলেজ পড়ুয়া মেয়েকে হোস্টেল থেকে এখানে নিয়ে আসতে? আমি তাকে ঢাকা থেকে নিয়ে আসতে রাত ৩ টা বেজে গিয়েছিল। আচ্ছা সত্যি করে বলেন তো এখন কিছু হলে আপনি কি আমাকে আপনার মেয়েকে আনতে পাঠাবেন?...)
এর বিজ্ঞান ও ধর্ম ভিত্তিক মুল্যায়নটি তাই তুলে ধরলাম..)
নাস্তিকের ক্ষমতায় এলে কি করতে পারে? - মাহিরাহি ( ...শুধুমাত্র তালেবানরাই কি বুদ্ধমুর্তি ধংস করেছিল, নাস্তিকেরাও তাদের শাসনামলে কম্বোডিয়ায় বুদ্ধমুর্তি ধংস করেছিল। প্রার্থনা করলে কিংবা ধর্মীয় আবেগ অনুভূতি প্রকাশ করলে সাথে সাথে মেরে ফেলা হত... )
বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন ( ...মুহাম্মদ (স) সৈনিক, সেনাপতি, রাজনৈতিক, বিরোধিদলীয় নেতা, সরকার প্রধান, রাস্ট্রপ্রতি, ইমাম, মুসল্লি, পথচারী, কয়েদি, জেলার, লোনদাতা, লোনগ্রহীতা, বক্তা, শ্রোতা অসংখ্য চরিত্রে 'অভিনয়' করেছেন...
ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক (...প্রাথমিক শর্তাবলী:মৃত ব্যক্তির সম্পদ হতে তার অন্তেষ্টেক্রিয়া খরচ,তার ঋন থাকলে পরিশোধ,স্ত্রীর অপরিশোধিত দেনমোহর প্রদান সম্পন্ন করতে হবে। বাকি সম্পদের সর্ব্বোচ্চ ১/৩ অংশ তার উইলে (যদি থাকে) ব্যয় হবে। এসব কাজ শেষে যে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকবে তা ইসলামি আইন অনুসারে উত্তরাধিকারিগণের মধ্যে বণ্টন করতে হবে। ....)
তাকদীরের মাসয়ালাঃ আল্লামা ইউসুফ আল কারযাভী - মাহমুদ রহমান (এই দুনিয়ায় মানুষের জীবনে যা কিছু ঘটছে তা সব কিছু কি আযলের দিন থেকেই তাদের তকদিরে লেখা রয়েছে? মৃত্যু, রেযেক, সাফল্য, ব্যর্থতা, বেহেশতী হওয়া, দোযখী হওয়া এসবই কি পূর্ব নির্দ্ধারিত?)
নির্বোধের সন্ধানে - মাহমুদ রহমান (কোরআনে অনেক জায়গাতেই কাফেরদেরকে (যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে) অজ্ঞ বা নির্বোধ প্রকৃতির লোক বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এদের অন্তর অন্ধ। এরা সত্যকে চিনতে পারে না।)
রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান (বিস্তরিত এ আলোচনায় বোঝা যায় যে, রাসুল সা. এর প্রতিটি বিয়ের পিছনেই ছিল মহত উদ্দেশ্য। রুপ সৌন্দর্য, অর্থ সম্পদ বা যৌন কামনা তাড়িত বিয়ে একটিও ছিলো না। একত্রে চারজন স্ত্রীর অধিক রাখা যাবে না- এই বিধান জারি হওয়ার আগে রাসুল সা. ওই বিয়েগুলো করছিলেন। এই বিধানের পরে রাসুল সা. একটি বিয়েও করেন নি। তবে তাঁর স্ত্রী হিসেবে যারা ছিলেন তাদের কাউকে তালাক দেননি। এর কারণ উপরে উল্লেখ করা হয়েছে।)
হযরত আয়েশার (রাঃ)বয়স - শেলী (...অনেক বর্ননানুসারে হযরত আয়েশা বদর আর ওহুদের যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। আর ১৫ বছরের ছোট কারো যুদ্ধে যাবার পারমিশন ছিলনা। ওহুদের যুদ্ধ হয়েছিল ২য় হিজরীতে,যার পরে উনার বিয়ে হয়েছিল...)
ইসলাম : নারী উন্নয়নের প্রবর্তক - নাবিক (ইসলামে স্বীকৃত নারীর অধিকারগুলো ব্যাখ্যা করতে চাইলে বলা যায়, ক. জন্মগতভাবে নারী-পুরুষ অভিন্ন এবং একই মর্যাদাসম্পন্ন মানব সত্তা।খ. নর-নারীর শাস্তিত্ম এবং পুরস্কার আল্লাহর কাছে একই পাল্লায় বিবেচ্য।গ. উভয়ের জন্য শিক্ষা ফরজ, জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো বৈষম্যের সুযোগ নেই।ঘ. নর-নারী উভয়ই মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন।ঙ. নারীর অভিমত নেয়ার ক্ষেত্রে নারী বলে কোনো ধরনের পূর্বধারণা লালন করা যায় না.....)
কঠিন বাস্তবতা (আমার মৃত্যু ভাবনা)... - সমুদ্রের উত্তাল তরঙ্গ (মন্তব্য পোষ্ট : আপনি বলেছেন, "ভালা কাজ কৈরা এক নাস্তিকও বেহেস্তে যাইতে পারে তাইলে। আচ্ছা, আপনি কি কখনও গাধা নিয়ে ঘোড়ার সাথে দৌড় প্রতিযেগিতায় নামবেন? নিশ্চয় নয়। কারণ আপনি ভালো করেই জানেন যে একটা গাধা দৌড় প্রতিযেগিতায় কখনও ঘেড়ার সাথে পাড়ার কথা নয়। নাকি আপনি বলবেন যে, একটা গাধাও দ্রুত গতিতে দৌড়িয়ে ঘোড়ার আগে যেতে পারে)
যুদ্ধক্ষেত্র এবং জিজিয়া - মাহফুজশান্ত (দাওয়াত গ্রহণ না করলে তাদেরকে নিজ ধর্ম পালনের সুযোগ দিতে হবে। তবে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই মুসলিম রাষ্ট্রের আনুগত্য মেনে নিতে হবে। আর এই আনুগত্যের নিদর্শণ স্বরূপ মুসলিম নেতা কর্তৃক নির্ধারিত কর প্রদান করতে হবে। এই করই হলো- ’জিজিয়া’।)
ডারউইনবাদঃ বিভ্রান্তির বেড়াজাল - ত্রিভূজ (ডারউইন যথার্থই একজন বড় মাপের বিজ্ঞানী। একটি হাইপোথিসিস (অনুমান ভিত্তিক সিদ্ধান্ত) এর কোন বিষয় বা তত্ত্ব নিয়ে গো ধরে বসে থাকা কোন বিজ্ঞানীর কাজ নয়। বিজ্ঞানের এনালাইসিস পদ্ধতির দিকে তাকালে দেখা যায় - কোন সূত্র বা তত্বের উপর পক্ষ বিপক্ষের মতামত সমূহ একে অপরের পরিপূরক..)
এস. এম. রায়হান এর পুরো ব্লগটাই এধরনের পোষ্টে ভরা। ডারউইনবাদের অসারতা আর অযৌক্তিকতা নিয়ে তার লেখাগুলোতে নাস্তিকদের দেয়া মাইনাসের বহর প্রমাণ করে নাস্তিকরা তার ওপর কতটা ক্ষেপা ...
মাহফুজশান্ত আরেকজন ব্লগার । যার পুরো ব্লগটিই কুরআন ও হাদীসে বর্ণিত বিভিন্ন আয়াত বা ঘটনার গাণিতিক ও বিজ্ঞানের সূত্র দিয়ে ব্যাখ্যা করেছেন। আমি সবগুলো মনোযোগ দিয়ে পড়তে পারিনি এখনো । যেটুকু পড়েছি, বেশ আকর্ষনীয় লেখা বলে মনে হয়েছে ... ।
ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন (
এটাও একটা নাস্তিকতাবিরোধী পোষ্ট সংকলন : মুসলমানদের বিরুদ্ধে যে পরিমান ষড়যন্ত্র হয়েছে তা যদি অন্য কোন জাতির উপর করা হইতো তাহলে তাদের মিউজিয়ামেও খুজে পাওয়া যেত না। মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্রের এতই ব্যপক যে বলে বুঝানো যাবে না।ষড়যন্ত্রের ব্যাপারে মুসলমানদের মতামত হযরত আলী রাঃ কথায় প্রকাশ পায় -‘খোদার শপথ! যদি ষড়যন্ত্র অপছন্দনীয় ব্যাপার না হতো,তাহলে আমি হতাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ চতুর লোক ৷ কিন্তু প্রত্যেক প্রতিশ্রুতি ভঙ্গ করাই পাপ ৷ আর প্রতিটি পাপই হলো অকৃতজ্ঞতা ৷ আর প্রতিটি হঠকারিতা বা চাতুর্য এমন এক পতাকার মতো যেই পতাকার মাধ্যমে কেয়ামতে তা চিনতে পারা যাবে৷ খোদার শপথ ! আমি ষড়যন্ত্রের মাধ্যমে নতজানু হবো না, কিংবা কঠিন পরিস্থিতির মধ্যেও অক্ষম হবো না ৷" )
নিকাব = প্রতিবন্ধক? - সন্ধ্যাবাতি (..সাবকন্টিনেন্টের মানুষজন গাল ফুলিয়ে বলে মুসলিম, হিন্দু আর বাদামী চামড়ার কেউই নাকি চান্স পায় না, হিজাবী মুসলিম তো দূরের কথা (নিকাবী তো অকল্পনীয়)! শুনেছি, বিবাহিতদেরও নাকি নিতে চায় না, ক্যারিয়ার ফোকাস কমে যাবে তাই। ..)
নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ (জোশ এই পোষ্ট টাতে ব্লগ নাস্তিকদের চরিত্র আর আচার আচরন পুরোপুরি তুলে ধরা হয়েছে । কি পরিমান ভন্ডামী আর উন্মাদনা নাস্তিকরা চালায়, তার একটা ভালো ধারনা এই লেখা থেকে পাওয়া যাবে )
"গর্ভধারণ একান্ত পাশবিক কাজ": হুমায়ূন আজাদ - সন্ধ্যাবাতি (...গর্ভধারণকে পশুর ভূমিকা বলা শুধু পুরুষ হিসেবে অপরাধ না, 'মানুশ' হিসেবে অপরাধ! বইটা দু'দিন ধরে পড়ছিলাম একটু চমক খুঁজতে, একটু অসাধারন কিছু দেখতে। 'নবী রাসুলের চেয়েও মহৎ' মানুষটার থেকে একটু নতুন কিছু শুনতে...)
যেই কারনে নাস্তিক মামারা বেওকুব - কাকপাখি ২ ( আমি নিশ্চিৎ নই এটা কি উনি রাগের মাথায় লিখেছেন ? তবে ইন্টারেষ্টিং লেখা : ...যেহেতু নাস্তিক মামারা মনুষ্য প্রজাতির মগজ এবং ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা উপেক্ষা করে নাস্তিক অতএব তাহারা বেওকুব।কিভাবে?আসেন আমরা ব্যাখ্যা করি।)
কোরআনে কি আসলেই বিপরীত আয়াত আছে? - তাহসিন আলম (...একজন মুসলিম হিসেবে কোরআনের প্রতি আমি বিশ্বাস করি। নিজে খুব ধার্মিক - এই দাবী করিনা। তবে আমি কমিউনিষ্টদের যুক্তি দ্বারা অনেকসময় প্রভাবিত হই। আজ একটা পোষ্ট পড়ে কমুনিষ্টদের প্রতি ঘেন্না এসে গেছে...)
মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক (তোমার প্রভু প্রত্যাদেশ দিলেন মৌমাছিকে "নিবাস গড়ে তোল তোমরা পাহাড়ে এবং বৃক্ষে, এবং সেসব স্থাপনায় যা নির্মাণ করে মানুষ। অতঃপর...)
পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক (..এরা কি কখনো পাখিদের দেখেনি, আকাশ নিঃসীমে কিভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে ? আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে ? এর মধ্যে বহু নিদর্শন রয়েছে যারা ঈমান আনে তাদের জন্য..)
আল বিরুনীঃ বিজ্ঞান যাঁর কাছ হতে পেয়েছিল গণিত ব্যবহারের হাতিয়ার - তায়েফ আহমাদ (এরকম পরিস্থিতিতে একজন বিজ্ঞানী আল-খোয়ারিজমি(৭৮০-৮৫০) এসে বদলে দিলেন দৃশ্যপট। বললেন, মাত্র দশটি চিহ্নের সাহয্যে শুন্য হতে অসীম পর্যন্ত সকল সংখ্যাকে সহজে প্রকাশ করা সম্ভব। এ ব্যাপারে তাঁর লেখা বইটির নাম হলো “অন ক্যালকুলেশন অভ হিন্দু নিউম্যারালস্)
'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব) - ত্রিভুজ (...সেই 'যুঞ্চিক্ত' এর কথাই বলছি, যাকে 'সৃষ্টিকর্তা নাই' প্রমাণ করে দিতে বলায় বলেছিলেন এরকম প্রশ্ন করার অধিকার নাকি আমার নাই। উনারই নাকি 'সৃষ্টিকর্তা আছে' প্রমান করে দাও টাইপ প্রশ্ন করার অধিকার আছে। যাই হোক, অনেক কষ্ট করে টাইপ করেছন, তাই খুব মন দিয়ে পড়লাম পুরো লেখাটা। একবার নয়, দুই দুইবার। দুইবার পড়ার কারন...)
কৃত্রিম প্রাণ - নাদ্রাতান (সুকুমার রায়ের একটা ছড়াতে হাঁস এর সাথে সজারু মিলিয়ে হাঁসজারু বানানো হয়েছিল। রিকম্বিনেন্ট কথাটা কঠিন শোনা গেলেও এটা আসলে হাঁসজারু ধরণের কিছু। এ কথার মাধ্যমে এমন কোন জীবকে বোঝায় যার ডিএনএ-তে অন্য কোন জীবের ডিএনএ-এর কিছু অংশ জোড়া লাগানো হয়েছে।)
জাকির নায়েকের আগমন কয়েকটি কথা!!! - কোহিন (ভারত হইতে অন্যের গীতে গলা মেলানো শ্রীকান্ত আচার্যবাবুরা আসিলে সমস্যা নাই। সুনীল -জয় বাবুরা আসিলে সকলেই গদোগদো...বোম্বের নায়ক-নায়িকা হইতে মডেল-তারকা আসিলেও হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার ঘটিয়া যায়।)
আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা (লিখাটা হয়তো একটু দীর্ঘ হতে পারে। আমি আগ্রহী পাঠকদের একটু ধৈর্য ধরে পড়তে বলবো যাতে করে কনফিউশন দূর হয়ে যায়। আর এখানকার আলোচনাগুলো আল্লাহ্ (সুবহানাহু ওয়া তা'আলা) ও তাঁর রসূল যেভাবে আল্লাহ্ সম্পর্কে বর্ণনা করেছেন সেভাবে বর্ণনা করা।)
নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা - ত্রিভূজ (...একবার এক ছোট ভাই আমার সাথে বেশ বেয়াদবী করেছিলো। আমি কিছু বলিনি এবং সাথে থাকা বন্ধুদেরকেও কিছু বলতে দেইনি। ছেলেটি চলে যাওয়ার পর বন্ধুরা আমার উপরে খুব রাগ করলো; তাদের নাকি ইচ্ছে করছিলো চাবকে ছেলেটার গায়ের চামড়া তুলে নিতে... ...আর হ্যাঁ, নাস্তিকদের ও ইসলাম বিদ্বেষীদের আক্রমণ করবেন না, তাদের প্রতি ঘৃনা পোষণেরও প্রয়োজন নেই বরং করুনার দৃষ্টিতে তাকাতে পারেন। কারণ তারা তো শুধুমাত্র নিজেদেরকেই ক্ষতিগ্রস্থ করে চলেছে, তাদের জন্য সব সময় শুভকামনা...)
স্টিফেন হকিং এবার ন্যূনতম দু’জন গডের সম্ভাবনার কথা বলছেন! - এস. এম. রায়হান (...যৌক্তিক দৃষ্টিকোণ থেকে গড থাকলে এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে তার ভূমিকাও থাকতেই হবে। অন্যথায় এই মহাবিশ্ব হবে স্বয়ম্ভূ। আর কোন কিছু স্বয়ম্ভূ হওয়া মানে হচ্ছে গড। তাহলে প্রফেসর হকিং-এর সাম্প্রতিক দাবি থেকে নিদেনপক্ষে দু’জন সমান্তরাল ও স্বতন্ত্র গডের ইঙ্গিত পাওয়া যাচ্ছে: গড এবং ন্যাচারাল মহাবিশ্ব...)
(পোষ্টটা ধীরে ধীরে সাজানো ও আপডেট করা হবে...)
*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.
পেজ-ভিউ
রিলেটেড অন্যান্য চাপ্টারনাস্তানাবুদ নাস্তিকতা
0 comments: