ছাত্রদলের গান

.                আমরা শক্তি আমরা বল
.                        আমরা ছাত্রদল |
মোদের         পায়ের তলায় মূর্ছে তুফান
.                        ঊর্ধ্বে বিমান ঝড়-বাদল |
.                                আমরা ছাত্রদল ||


মোদের         আঁধার রাতে বাধার পথে
.                        যাত্রা নাঙ্গা পায়,
আমরা                শক্ত মাটী রক্তে রাঙাই
.                        বিষম চলার ঘাস |
.                যুগে যুগে রক্তে মোদের
.                        সিক্ত হ’ল পৃথ্বীতল |
.                                 আমরা ছাত্রদল ||


মোদের         কক্ষচ্যুত-ধূমকেতু-- প্রায়
.                         লক্ষ্যহারা প্রাণ
আমরা                ভাগ্যদেবীর  যজ্ঞবেদীর
.                        নিত্য বলিদান |
যখন                লক্ষ্মীদেবী  স্বর্গে উঠেন
.                        আমরা পশি নীল অতল !
.                                   আমরা ছাত্রদল ||


আমরা                 ধরি মৃত্যু রাজার
.                        যজ্ঞ-ঘোড়ার রাশ,
মোদের         মৃত্যু লেখে মোদের
.                        জীবন--ইতিহাস !
            হাসির দেশে আমরা আনি
.                        সর্বনাশী চোখের জল
.                               আমরা ছাত্রদল ||


.                সবাই যখন বুদ্ধি যোগায়
.                        আমরা করি ভুল !
.                সাবধানীরা বাঁধ বাঁধে সব,
.                        আমরা ভাঙি কূল |
.                দারুণ-রাতে আমরা তরুণ
.                        রক্তে করি পথ পিছল !
.                                   আমরা ছাত্রদল ||       


মোদের                চক্ষে জ্বলে জ্ঞানের মশাল,
.                        বক্ষে ভরা বাক্,
.                কন্ঠে মোদের কুন্ঠাবিহীন
.                        নিত্য কালের ডাক |
আমরা                তাজা খুনে লাল ক’রেছি
.                        সরস্বতীর শ্বেত কমল |
.                                    আমরা ছাত্রদল ||       


ঐ                দারুণ উপপ্লবের দিনে
.                        আমরা দানি শির,
.                মোদের মাঝে মুক্তি কাঁদে
.                        বিংশ শতাব্দীর !
মোরা                গৌরবেরি কান্না দিয়ে
.                        ভ’রেছি মা’র শ্যাম-আঁচল |
.                                আমরা ছাত্রদল ||


.                আমরা রচি ভালোবাসার
.                        আশার ভবিষ্যৎ,
মোদের                স্বর্গ-পথের অভাস দেখায়
.                        আকাশ-ছায়াপথ !
.                মোদের চোখে বিশ্ববাসীর
.                        স্বপ্ন দেখা হোক সফল |
.                                আমরা ছাত্রদল ||


সর্বহারা , কাজী নজরুল ইসলাম

1 comments:

নিঝুম বলেছেন...

ছাত্রলীগের গান ;)

আমরা টেরর আমরা বিগ
আমরা ছাত্রলীগ !
মোদের পায়ের তলায় মুর্ছে স্বদেশ
উর্দ্ধ্বে তুলে মারসি কিক !

আমরা ছাত্রলীগ !!

থাকি; দিন-বা-রাতে অস্ত্র হাতে
পত্রিকা পাতায়,
আমরা শক্তখুলি রক্তে রাঙাই
ক্ষুর-চাপাতির ঘায় !

দিনে দিনে হচ্ছি দানব
ছুটছে সবাই দিগ্বিদিক _

আমরা ছাত্রলীগ !!

মোদের দক্ষতাতে হলগুলোতে
লক্ষপূরন বেশ!
নেত্রীদেবীর আশীর্বাদে
দখলপর্ব শেষ;

আমরা যেমন খুশি করবো তেমন
এই আমাদের সব সঠিক -

আমরা ছাত্রলীগ !!

আমরা ধরতে রাজী, জীবন-বাজী;
চান্দাবাজীর ভাগ_
কেউ খাবে আর কেউ খাবেনা??
ফাটাও ওদের নাক!

সংগে আছে কিরিচ-কুড়াল
রিভলবার আর লোহার শিক !

আমরা ছাত্রলীগ !!

সবাই যখন বুদ্ধি জোগায়
আমরা ধার ধারিনা ,
দেশটা মোদের বাপের তালুক/
পয়সা দিয়ে কিনা!

দারুন রাতের আমরা তরুন
গান্জা টেনে ঢুলছি “হিক” !

আমরা ছাত্রলীগ !!

মোদের চক্ষে ভাসে অস্ত্র-বারুদ
বক্ষ ভরা রাগ
কণ্ঠে মোদের কুন্ঠাবিহিন
“ধর-ধর-ধর” ডাক !

আমরা স্বরাষ্ট্র-“মা”র শ্বেত-কমলের
প্রশ্রয়ে নির্ভিক !

আমরা ছাত্রলীগ!!


ঐ দারুন মারামারির দিনে
আমরা ফাটাই শির
দিনবদলের আমরা সেনা
নতুন শতাব্দীর !

মোদের গৌরবে আজ নেত্রী-মাতা
ত্যজ্য করে দিচ্ছে... ? - দিক !

(তবু) আমরা ছাত্রলীগ !!

নিউ-ভিসনের ডিজিট মোরা
দলের-ভবিষ্যত,
মোদের তান্ডবে আজ দেশের মানুষ
দিচ্ছে নাকে খত ,

তবু মোরা গর্বিত ভাই
আদর্শিত (?) সু-সৈনিক !

আমরা ছাত্রলীগ !!

B-)

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম