রমজানের ঐ রোজার শেষে (ঈদ-সঙ্গীত বাজনাবিহীন)




ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ ।।

তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।।

তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

আজ ভুলে গিয়ে দোস্ত-দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।।

যারা জীবন ভরে রাখছে রোজা নিত্-উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মফিদ।।

ঢাল হৃদয়ে তোর তশতরীতে শিরনী তৌহিদের,
তোর দাওত কবুল করবেন হযরত, হয় মনে উমীদ।।

তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে ইঁট পাথর যারা
সেই পাথর দিয়ে তোল রে গড়ে প্রেমেরি মসজিদ।।

(কাজী নজরুল ইসলাম)

১. 

সাইমুম শিল্পীগোষ্ঠী
আমাদের দেশের বাস ড্রাইভাররা সাধারণত দ্রুত-লয়ের ভালো ছন্দের হিন্দী সিনেমার গানের ভক্ত। বাস যাত্রীদেরও অনেকেই ড্রাইভারের পসন্দকেই পসন্দ করে। মূলত এদের সাথে সুন্দর আর ভালো গানের পরিচয় ই হয়নি কখনো। এবারের ঈদে , আপনি আপনার পসন্দের সুন্দর সুন্দর ইসলামী গানগুলো (অবশ্যই আকর্ষনীয়, সুন্দর কথা, সুর ছন্দময় হতে হবে) ক্যাসেটে রেকর্ড করে সাথে নিয়ে যান। বাসে উঠে ড্রাইভারকে উপহার দিন এবং বাসে বাজাতে বলুন। মাত্র ৩০ থেকে ৫০ টাকার এই উপহার সূচনা করতে পারে বিশাল এক সাংস্কৃতিক বিপ্লবের।

২.
কলরব শিল্পীগোষ্ঠী

2 comments:

ahldn বলেছেন...

It's an example to follow!

ahldn বলেছেন...

It's an example to follow!

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম