রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে।
ছাত্র ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের খবর পেয়ে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহ মঙ্গলবার সকালে মনিপুর স্কুলে যান। সেখানে কামাল আহমেদ মজুমদার তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ।
আরটিভির যুগ্ম বার্তা সম্পাদক আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিপুর স্কুলে সরকার নির্ধারিত পাঁচ হাজার টাকা ফির সঙ্গে উন্নয়ন ফি হিসেবে বিশ হাজার টাকা আদায় করার প্রতিবাদ করে আসছেন অভিভাবকরা। সকালে তাদের সঙ্গে স্থানীয় এমপি কামাল আহমেদ মজুমদারের একটি সভা হওয়ার কথা ছিল।
“কামাল মজুমদার স্কুলে গেলে অপর্ণা সিংহ তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন। এ সময় সাংসদ আমাদের প্রতিবেদককে ধাক্কা দেন। এক পর্যায়ে তার গায়েও হাত তোলেন।”
এ সময় কামাল মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন আকতার হোসেন।
ঘটনাস্থলে উপস্থিত আরটিভির আরেক প্রতিবেদক ওসমান গনি বাবুল জানান, মারধরের কারণে অপর্ণা সিংহের হাতে চোট লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০১২
মুরুব্বী ডিরেক্টলি ক্যামেরায় চোরা বইলা দিলেন।
মনিপুর ইশকুলের ভর্তিসিস্টেম নিয়ে বক্তব্য জানতে চাওয়ায় চোরায় মাইক মাটিতে ছুড়ে ফালায়া দিলো। সাংবাদিককে গালাগালি করলো।
কামাল মজুমদারের রুদ্ররূপ সাংবাদিকদের প্রতি
আরটিভির বিস্তারিত রিপোর্ট - ০১
আরটিভির বিস্তারিত রিপোর্ট - ০২
আরটিভির বিস্তারিত রিপোর্ট - ০৩
0 comments: