যে অপরাধে ফাসি হল কামারুজ্জামানের।
→সোহাগপুর গণ ধর্ষণ :
১ম সাক্ষী : হাসেন বানু।
" মুরব্বীদের মুখে শুনেছি আমাকে ধর্ষণের সময় কামারুজ্জামানও সেখানে ছিল"
২য় সাক্ষী : হাফিজা বেওয়া।
" আমি সব কিছু ভুলে যায়,আমার বিয়ের দিনক্ষণ কিছু মনে নায়,শেরপুর থেকে ঢাকার ভাড়াও আমার মনে নায়"
অথচ হাফিজা বেওয়াই বলেছেন আমাকে কামারুজ্জামানের সহায়তায় ১০ শ্রাবণ ধর্ষণ করা হয়েছে...
আপনি তাকে কিভাবে চিনেন..?
" আমি কামারুজ্জামানকে প্রথম দেখেছি টিভিতে এবং মুরুব্বীদের কাছে শুনেছি কামারুজ্জামানঈ আমাদের ধর্ষণের জন্য দায়ী "
৩ য় শাক্ষী : করফুলি বেওয়া
আপনি কামারুজ্জামানকে কিভাবে সনাক্ত করেছেন..?
"স্বাধীনতার পর কামারুজ্জামান আমার বাসার সামনে দিয়ে প্রায়ই হেটে যেতো,সেখান থেকে চিনেছি "
[ অথচ কামারুজ্জামান এবং করফুলি বেওয়ার বাড়ি ভিন্ন থানায় এবং ৪৫ কি মি দূরে ]
- উপরোক্ত এই তিনজন রাজসাক্ষীর ভিত্তিতেই শুধুমাত্র ৩ নং চারজের জন্যই কামারুজ্জামানকে সোহাগপুর গণ ধর্ষণ এবং ১৬৪ জনকে হত্যার দায়ে ফাসি দেয়া হয়েছে।
- সচেতন বিবেকমাত্রই বুঝার বাকি থাকেনা, এটা কোন ধরনের বিচার প্রক্রিয়া..??
- তবে এতে আমাদের কোন দুঃখ নেই।
- বিচার তো আবার হবে।
- সেদিনের বিচারক হবেন স্বয়ং রাব্বুল আলামীন।
আল্লাহ পাক তো বলেই দিয়েছেন,
" আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? "
সূরা আত্বতীন -৮
- সেদিন কামারুজ্জামান, কাদের মোল্লারা হবেন বাদী এবং আজকের বিচারকেরা থাকবেন আসামীর কাঠগড়ায়।
- সেদিন কারও উপর বিন্দুমাত্র জুলুম করা হবেনা।
- সেদিনের অপেক্ষায় রইলাম।
আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আমু সাহেব কথা শুনছেন কামারুজ্জামানের। |
সাংবাদিক, মামুন-উর-রশীদ অত্র এলাকার ১৫ জন নারীর সাক্ষাতকার নিয়ে একটি বই প্রকাশ করেন। এই বইয়ে ১৩৮ জন রাজাকারের তালিকা দেয়া হয়েছে সেখানেও কামারুজ্জামানের নাম নেই |
0 comments: