পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি?

প্রশ্নোত্তর
পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কি?
--------------------------------------
আবদুস শহীদ নাসিম
২৬/০৩/২০১৫
---------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল : পশ্চিম দিকে পা দিয়ে অথ্যাৎ পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি ? কুরআন ও হাদীসের আলোকে সুন্দর উত্তর চাই | ধন্যবাদ |


জবাবঃ ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহ। এখানে পূর্ব পশ্চিম আসল বিষয় নয়। আসল বিষয় হোলঃ
০১। আল্লাহর ঘর আমাদের কিবলা কা'বা শরিফ।
০২। কা'বা বা কিবলাকে সম্মান প্রদর্শন করার উপায়।
০৩। কা'বা বা কিবলার প্রতি অমর্যাদা হয় কি কি কাজের দ্বারা?

এ বিষয়গুলোর জবাব হোলঃ

০১। আমাদের পবিত্র কিবলা কা'বা শরিফ কারো পশ্চিমে, কারো পূর্বে, কারো উত্তরে, কারো দক্ষিণে অবস্থিত। এখানে প্রশ্নটা পূর্ব-পশ্চিম, বা উত্তর-দক্ষিণকে মর্যাদা দেয়া, কিংবা অমর্যাদা করা নয়। প্রশ্ন হোল আমাদের কিবলা কা'বাকে সম্মান প্রদর্শন করা, কিংবা অমর্যাদা করার প্রশ্ন।

০২। আমাদের পবিত্র কিবলা কা'বা শরিফকে সম্মান করার এবং মর্যাদা দেয়ার উপায় হোলঃ মহান আল্লাহ এবং তাঁর রসূল সা সেটিকে যে পদ্ধতিতে সম্মান ও মর্যাদা দিতে বলেছেন, সে কাজ এবং সে পদ্ধতি সম্পাদন ও অবলম্বন করা। যেমনঃ

ক। কা'বাকে সামনে রেখে বা কা'বার দিকে মুখ করে নামায পড়া।
খ। আল্লাহর ঘর কা'বাকে কেন্দ্র করে হজ্জ করা।
গ। উমরা করা।
ঘ। এই ঘরের তাওয়াফ করা।
ঙ। এই ঘরে ই'তেকাফ করা।
চ। এই ঘরকে আল্লাহর নিদর্শন মান্য করা।
ছ। অন্তরে এই ঘরের প্রতি সম্মান, মর্যাদা ও ভালোবাসা পোষণ করা।
জ। আমাদের এই সম্মানিত কিবলা কা'বা ঘরের দিকে মুখ করে বা পিছু দিয়ে মল-মূত্র ত্যাগ না করা।
ঝ। এই ঘর কেদ্রিক হারাম এলাকায় যুদ্ধ-বিগ্রহ, খুন-খারাবি, বিবাদ-বিসম্বাদ এবং কোন প্রকার ধ্বংসাত্মক, ফাসেকি ও অশ্লীল কাজ না করা।

এগুলোই আল্লাহর এই মহান ঘরকে সম্মান করার ও মর্যাদা প্রদানের কুরআন সুন্নাহ বর্ণিত উপায়।
কুরআন বা হাদিসে কা'বার দিকে পা দিয়ে শুইতে, ঘুমোতে বা বসতে নিষেধ করা হয়নি। এ ধরনের নিষেধাজ্ঞা মানুষের নিজেদের চিন্তার ফসল।

০৩। দুই নম্বর পয়েন্টে আল্লাহর ঘরকে মর্যাদা দেয়ার বিষয়ে কুরআন হাদিস থেকে যে নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো বা সেগুলোর কোনটি লঙ্ঘন করাটাই কা'বার প্রতি অসম্মান ও অমর্যাদা।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম