দাঁড়িয়ে প্রশ্রাব করা ও পানি পান করা কি জায়েয?

দাঁড়িয়ে প্রশ্রাব করা ও পানি পান করা
কি জায়েয?
-----------------------------------
আবদুস শহীদ নাসিম
২৫/০৩/২০১৫
-----------------------------------

প্রশ্নঃ আসসালামু আলাইকুম।  দাঁড়িয়ে প্রশ্রাব করা এবং দাঁড়িয়ে পানি খাওয়া কি ইসলামে জায়েয? জানালে উপকৃত হবো। ‍

জবাবঃ ওয়ালাইকুমুস সালাম।

বসে প্রশ্রাব করাই সুন্নাত। রসূল সা. নিজে বসে প্রশ্রাব করতেন এবং সাহাবিগণকে বসে প্রশ্রাব করতে বলতেন।

(তবে প্রশ্রাবের স্থানের সমস্যার কারণে) রসূল সা. দুয়েক সময় দাঁড়িয়ে প্রশ্রাব করেছেন বলে সহীহ হাদিস থেকে জানা যায়।

মূলুত বসে প্রশ্রাব করাই সুন্নত। তবে সমস্যার কারণে ব্যতিক্রম করার অবকাশ আছে।

রসূল সা. বেশিরভাগ ক্ষেত্রে বসে পানি পান করেছেন। তবে তিনি দাঁড়িয়েও পানি পান করেছেন।

সব ক্ষেত্রে আল্লাহর রসূল সা-কে অনুসরণ করাই আমাদের কর্তব্য।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম