রাত্রে গোসল খানায় প্রবেশ করা কি নিষেধ?

প্রশ্নোত্তরঃ
রাত্রে গোসল খানায় প্রবেশ করা
-------------------------------------
আবদুস শহীদ নাসিম
৩০/০৩/২০১৫
----------------------
প্রশ্নঃ আমার মা আমাকে রাত্রে বিশেষ করে শেষ রাত্রে গোসল খানায় ঢুকতে নিষেধ করেন। তিনি বলেন, এ সময় গোসল খানায় ঢোকা ইসলামে পছন্দনীয় নয়। তাছাড়া তিনি রাত্রে গোসল খানায় গরম পানি ফেলতে নিষেধ করেন। কারণ, জিনেরা নাকি রাত্রে গোসল খানা ব্যবহার করে এবং গরম পানিতে তাদের কষ্ট হয়। এসব বিষয়ে কুরআন হাদিসে কোন দলিল আছে কি।

জবাবঃ এই দুইটি কথাই প্রচলিত আছে। প্রচলিত ধারনা-বিশ্বাসের কারনে আপনার মা এবং আরও অনেকেই এগুলো বলে থাকেন। কিন্তু-

০১। কুরআন, হাদিস, এমন কি সাহাবায়ে কিরামের বক্তব্য থেকেও এসব কথার পক্ষে কোন সমর্থন পাওয়া যায় না।

০২। এসব কথা এবং এ ধরনের আরও অনেক অসমর্থিত কথা সমাজে চালু আছে, যে গুলোর পক্ষে কোন দলিল বা ভিত্তি নেই।

০৩। এসব কথা ধারনা প্রসূত এবং মনগড়া।

০৪। তাছাড়া অনেক সময় বাস্তবতার সাথেও এসব কথাবার্তার মিল থাকেনা।

০৫। যেমন, রাত্রে অনেক সময় গোসল করার, বিশেষ করে ফরয গোসল করার প্রয়োজন হয়, আর নামায পড়ার জন্যে অবশ্যি এ গোসল করতে হয়।

তবে-

০১। এসব বিষয়ের কোনটি বা কোনটির অংশ বিশেষ যদি বাস্তবসম্মত হয়, সেটা গ্রহণ করতে বা অনুসরণ করতে অসুবিধা নেই।

০২। যেমন, অরক্ষিত গোসল খানায় রাত্রে সাপ, বিছা ইত্যাদি দংশনকারি জীব প্রবেশের আশংকা থাকলে অন্ধকারে সেখানে প্রবেশ না করাই উত্তম।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম