রণ-ভেরী

[গ্রীসের বিরুদ্ধে আঙ্গোরা--তুর্ক--গভর্ণমেন্ট যে যুদ্ধ চালাইতেছিলেন, সেই যুদ্ধে কামাল পাশার সাহায্যের  জন্য ভারতবর্ষ হইতে দশ হাজার স্বেচ্ছা-সৈনিক প্রেরণের প্রস্তাব শুনিয়া লিখিত | ]


                ওরে                         আয় !
ঐ       মহা-সিন্ধুর  পার হ’তে ঘন  রণ-ভেরী শোনা যায়-
.                ওরে                        আয় !  
.                ঐ        ইসলাম  ডুবে  যায় !

.                যত                        শয়তান
.                সারা                       ময়দান
জুড়ি’    খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায় !

.         আজ সখ ক’রে                 জুতি--টক্করে
তোড়ে   শহীদের  খুলি দুশ্ মন পায়  পায়-
.                ওরে                         আয় !

তোর    জান যায় যাক,  পৌরুষ তোর মান যেন নাহি যায় !
ধরে     ঝঞ্ঝার ঝুঁটি দাপটিয়া  শুধু মুসলিম-পঞ্জায় !
.         তোর মান যায়                      প্রাণ যায়-

তবে     বাজাও  বিষাণ, ওড়াও নিশান ! বৃথা  ভীরু সম্ ঝায় !
.                রণ-দুর্ম্মদ          রণ চায় !
.                ওরে                   আয় !
ঐ        মহাসিন্ধুর পার হ’তে ঘন রণ-ভেরী শোনা যায় !


.                ওরে                    আয় !
ঐ        ঝন-নন-নন   রণ-ঝন-ঝন  ঝঞ্ঝনা শোনা যায় !
শুনি        এই ঝঞ্ঝনা-ব্যঞ্জনা  নেবে গঞ্জনা  কে  রে  হায় ?
.                ওরে                           আয় !
.        তোর    ভাই  ম্লান চোখে চায়,
.                মরি                        লজ্জায়,
.                ওরে                       সব যায়,
তবু     কব্ জায় তোর শম্ শের নাহি কাঁপে আফ্ সোসে হায় ?
.         রণ        দুন্দুভি শুনি’ খুন-খুবী
নাহি        নাচে কি  রে তোর মরদের ওরে দিলীরের গোর্দ্দায় ?
.                ওরে                        আয় !
মোরা  দিলাবার  খাঁড়া তলোয়ার হাতে আমাদেরি শোভা পায় !
তারা   খিঞ্জির যারা জিঞ্জীর-গলে  ভূমি চুমি’  মুরছায় !
.                আরে দূর দূর !   যত কুক্কুর
আসি   শের-বব্বরে  লাথি মারে ছি  ছি  ছাতি চ’ড়ে ! হাতি
.                                        ঘাল হবে ফেরু-ঘায় ?
ঐ      ঝননননন   রণঝন ঝন   ঝঞ্ঝনা শোনা যায় !
.                ওরে                        আয় !
বোলে  দ্রিম্  দ্রিম্ তানা দ্রিম্  দ্রিম্  ঘন রণ-কাড়া নাকাড়ায় !
.        ঐ         শের  নর হাঁকড়ায়------
.                   ওরে                আয় !
.                  ছোড়্                মন-দুখ,
.                  হোক্                কন্দুক
ঐ বন্দুক তোপ, সন্দুক তোর পড়ে থাক্, স্পন্দুক বুক ঘায় !

.        নাচ্  তাতা থৈ থৈ  তাতা থৈ--থৈ |
থৈ        তান্ডব,  আজ পান্ডব সম খান্ডব-দাহ চাই !
.                ওরে                 আয় !
কর্        কোর্ বান আজ তোর জান দিল্ আল্লার নামে ভাই !
ঐ        দীন্  দীন্-রব  আহব বিপুল বসুমতী ব্যোম ছায় !
.                শেল-                গর্জ্জন
.                করি’                 তর্জ্জন
হাঁকে        ‘বর্জ্জন  নয় অর্জ্জন’ আজ,  শির তোর  চায় মা’য় !
.                সব  গৌরব যায় যায় ;
.                ওরে                    আয় !
বোলে  দ্রিম্ দ্রিম্ তানা দ্রিম্ দ্রিম্ ঘণ রণ-কাড়া-নাকাড়ায় !
.                ওরে                    আয় !
ঐ            কড়  কড় বাজে রণ-বাজা,  সাজ সাজ রণ-সজ্জায় !
.                ওরে                    আয় !
.                মুখ  ঢাকিবি  কি লজ্জায় ?
.                হুর্                    হুর্ রে !
.                কত                    দূর  রে
সেই        পুর রে যথা-খুন-খোশ্ রোজ খেলে হররোজ দুশ্ মন-খুনে ভাই !
.        সেই     বীর-দেশে             চল  বীর-বেশে,
আজ        মুক্ত  দেশে রে  মুক্তি দিতে রে বন্দীরা ঐ যায় !
.                 ওরে                     আয় !
বল্        ‘জয় সত্যম্ পুরুষোত্তম্’ ভীরু যারা মা’র খায় !
নারী        আমাদেরি  শুনি’ রণ-ভেরী হাসে খল খল হাত-তালি
.                                                দিয়ে রণে ধায় !
.                মোরা রণ্ চাই              রণ চাই,
তবে        বাজহ দামামা,  বাঁধহ আমামা, হাথিয়ার পাঞ্জায় !
মোরা        সত্য ন্যায়ের সৈনিক,  খুন-গৈরিক বাস  গা’য়
.                ওরে                      আয় !
ঐ        কড় কড় বাজে রণ-বাজা,   সাজ সাজ রণ-সজ্জায় !
.                 ওরে                    আয় !
অব-        রুদ্ধের  দ্বারে যুদ্ধের  হাঁক নকীব ফুকারি’ যায় !
.                তোপ্  দ্রুম্  দ্রুম্  গান গায় !
.                ওরে                       আয় !
ঐ        ঝনন   রণণ   খঞ্জর-ঘাত  পঞ্জরে মূরছায় !
.                হাঁকো                      হাইদার,
.                নাই                      নাই ডর,
ঐ        ভাই তোর ঘুর-চর্খীর  সম খুন খেয়ে  ঘুর্ খায় !
.        ঝুটা    দৈত্যেরে     নাশি’ সত্যেরে
দিবি        জয়-টীকা তোরা,  ভয় নাই ওরে ভয় নাই হত্যায় !
.                ওরে                       আয় !
মোরা        খুন্-জোশী বীর,  কঞ্জুশী লেখা আমাদের খুনে নাই!
দিয়ে        সত্য ও  ন্যায়ে বাদশাহী , মোরা জালিমের খুন খাই !
.        মোরা দুর্দ্দম,                         ভর্ পুর্ মদ
খাই        ইশ্ কের,  ঘাত শম্ শের ফের নিই বুক নাঙ্গায় !
.        লাল-         পল্টন মোরা সাচ্চা,
মোরা         সৈনিক,   মোরা শহীদান বীর বাচ্চা,
.        মরি            জালিমের  দাঙ্গায় !
মোরা         অসি বুকে বরি’  হাসি মুখে করি’ জয় স্বাধীনতা গাই !
.                ওরে                        আয় !
ঐ        মহা-সিন্ধুর  পার হ’তে  ঘন রণ-ভেরী শোনা যায় !!

অগ্নিবীণা , কাজী নজরুল ইসলাম

1 comments:

সুমন বলেছেন...

তোর ভাই ম্লান চোখে চায়, মরি লজ্জায়,ওরে সব যায়,তবু কবজায় তোর শমশের নাহি কাঁপে আফসোসে হায়? রণ দুন্দুভি শুনি’ খুন-খুবী নাহি নাচে কি রে তোর মরদের ওরে দিলীরের গোর্দ্দায় ? - Excellent!

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম