শেয়াল পন্ডিত


আমড়া গাছের ঝোঁপের ভিতর মৌমাছিদের বাসা,
মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা।
তাই না দেখে শেয়াল মশাই মধু খাওয়ার তরে,
সেই পথেতে সকাল বিকাল আনাগোনা করে।

রাত্রি বেলায় মৌমাছি সব ঘুমিয়ে আছে জানা,
একদিন তাই রাতে শেয়াল মৌচাকে দেয় হানা।
যেমনি পরা মৌমাছি সব বেজায় রকম তেড়ে,
উঠলো বলে রাত দুপুরে ঘরের ভেতর কে রে?
চুরি করে মধু খাওয়ার ফলটা দেখাই তবে,
এই না বলে চোর বেচারার পড়লো ঘাড়ে সবে।

হুলের জ্বালায় ঝালা পালা প্রাণটা রাখা ভার,
কাতর হয়ে বলে শেয়াল, ছাড়না রে ভাই ছাড়।
পথ-ভুলে ভাই এসেছি্লেম আমড়া গাছের কাছে,
তাই না হলে হেথায় আসে এমন গাধাও আছে?

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম