ইংরেজি Vocabulary-র ওপর দুটি বই

1 Guy Wellman The Heinemann English Wordbuilder

এই বইটির বৈশিষ্ট্য -আমার মতে অতুলনীয়। লেখক জানেন শিক্ষার্থীদের কাছে কি করে ইংরেজি শব্দকে উপস্থাপন করতে হয়, বোঝার সুবিধার্থে কোথায় ছবি বা গ্রাফ তুলে দিতে হয়। বিষয় ভিত্তিক ইংরেজি ভোকাবুলারির ওপর বই যে এমন কার্যকরী হতে পারে জানা ছিল না।

2 Vocabulary 10000


২য় বইটি ইংরেজি দশ হাজার শব্দ শেখার একটি বই! এটিও বেশ অভিনব। সম্ভবত কোনও চাইনিজ ছাত্র ইংরেজি শেখার জন্য দশ হাজার বাক্য লিখেছিল- এটি তারই নোট খাতা। সৌভাগ্যক্রমে সেটির ডাউনলোড লিঙ্ক পেয়ে গেছি। নেড়েচেড়ে দেখলাম বেশ কাজে লাগবে। তবে কয়েকটি বাক্যের নির্ভুলতা নিয়ে আমার সংশয় আছে। এ ব্যাপারে অভিজ্ঞদের মতামতের অপেক্ষায় রইলাম।

ভাবলাম বই দুটি আপলোড করে দিই।

সঙ্গে ইংরেজি গ্রামারের একখানা বই ফ্রি দিলাম।Ruth Colman এর লেখা The Briefest English Grammar Ever! এই ইংরেজি গ্রামারের বইটি নাকি বিশ্বের সবচে ছোট গ্রামারের বই! সে কারণেই এই নাম। বেশ রঙচঙা বই। যারা ঢাউস সাদাকালো গ্রামারের বই পড়তে পড়তে ক্লান্ত তারা এই ক্ষুদ্র বইখানায় চোখ বোলাতে পারেন।



বই তিনটির ডাউনলোড লিঙ্ক

The Heinemann English Wordbuilder

http://www.mediafire.com/?1emzzuygho2

Vocabulary 10000

http://www.mediafire.com/?zkygjg42dez


The Briefest English Grammar Ever!

http://www.mediafire.com/?kzduakvozu2


কৃতজ্ঞতা : ইমন জুবায়ের

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম