আজকে গুগল আর্থ দিয়ে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হল ফারাক্কা বাঁধটা দেখে আসি। Farakka Barrage, West Bengal লিখে সার্চ দিয়ে সহজেই পেয়ে গেলাম। পদ্মা নদীর করুণ অবস্থা দেখে হতভম্ব হলে গেলাম। একটি জীবন্ত নদী প্রবাহ বাধ দিয়ে ঠিক কতটা নির্মমভাবে রুদ্ধ করা যায় তা না দেখে ধারনা করা সম্ভব না। এই ছবিটি দেখুন,
আজকে আমার তোলা উপরের ছবিটা দেখে সহজেই ধারনা পাবেন পদ্মা নদীর প্রবাহ কিভাবে রদ করা হয়েছে। বাধের নিচের সাদা অংশগুলো নদীর চর। নাব্যতা হারিয়ে এই অবস্থা। খেয়াল করে দেখুন পানির অভাবে বাধের ঠিক পরের অংশতেই এই করুন বেহাল অবস্থা! তাহলে বুঝুন বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত বাকি নদীর নাব্যতার কি বেহাল অবস্থা হতে পারে? এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বুঝতে হলে কি খুব বড় জ্ঞান-বিশেষজ্ঞ হতে লাগে? একটি বাধ দিয়েই আমাদের গোটা বাংলাদেশের কোমর ভেঙ্গে দেয়া হয়েছে। এই নদীর ভয়াবহতার কথা নতুন করে আর কি বলব? কত কিউসেক পানি পেলাম, চুক্তি মোতাবেক পানি আসল কিনা, বর্ষাকালে, শীতকালে কম বেশি ইত্যাদি হেনতেন কথা... এইসব বুজুর্গ! আসল কথা প্রকৃতি হতে পাওয়া আমাদের নদীর পানি ডাকাতি হয়ে যাচ্ছে।
বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আছেন। আমরা কি সম্মিলিত ভাবে এর কোন প্রতিবাদ করতে পারছি? ফারাক্কা নিয়ে লেখা বিভিন্ন পোস্ট ঘুরে খেয়াল করে দেখলাম সেগুলোতে সব সময়ই মন্তব্য খরা! আমাদের অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। নতুন চমক ছাড়া কোন পোস্টে আমরা ভিড়ি না। অথবা যদি না থাকে দলাদলির কোন সুযোগ। বাংলাদেশের জাতীয় স্বার্থ/ইস্যুগুলোতে আমরা একজোট হতে পারিনা। এত বড় ইস্যুতে এক হতে পারলাম না। ধারনা নেই আর কিভাবে সম্ভব!
(বিবিসি করা তথ্যপূর্ণ ডকুমেন্টারি)
যাহোক, ফারাক্কা বাধ নিয়ে লেখা পোস্টগুলো পড়তে পড়তে চিন্তা করলাম সেগুলো একটি পোস্টে আনা যায় কিনা। সেই চিন্তার ফসল এই পোস্ট।
ফারাক্কা বাধ:
টিপাইমুখ বাঁধ:
লেখক : কবির চৌধুরী
0 comments: