কিয়ামতের ছোট বড় নিদর্শন-সম্বলিত সচিত্র গ্রন্থ "মহা প্রলয়"


ভূমিকা

সম্প্রতি বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বিভিন্ন লাইব্রেরী এবং প্রসিদ্ধ ওয়েবসাইটগুলোতে কেয়ামতের নিদর্শনসম্বলিত বাণীগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা ও ভবিষ্যত ঘটনাপ্রবাহ নিয়ে প্রচুর উপকথা প্রচারিত হচ্ছে।

মুসলমানদের সামাজিক পরিস্থিতি যতই দুরবস্থার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ ততই উত্তোরণের পথ খোঁজতে মনোনিবেশ করছে। এর-ই ফলে কখনো -“ইমাম মাহদীর আবির্ভাব হয়ে গেছে”। -কখনো “ইহুদী-খৃষ্টানদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত বৃহত্তম যুদ্ধ কাছিয়ে গেছে”। আবার কখনো -“প্রাচ্যে বা পাশ্চাত্যে বড় ধরনের ভূমিধ্বস ঘটেছে” ইত্যাদি... শুনা যাচ্ছে।



কিছুদিন আগে আফ্রিকায় ভ্রমণে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তিকে দেখলাম -ঈসা বিন মারয়াম আ. পৃথিবীতে আগমন করেছেন বলে সে দাবী করছে!!

ফিরে এসেই কোরআন ও বিশুদ্ধ হাদিস নিঃসৃত -কেয়ামতের নিদর্শন সম্বলিত বাণীগুলোকে একত্রিত করতে মনস্থ করলাম। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত তা আপনাদের হাতে।

পাঠক এবং যারাই আমাকে এ বিষয়ে সহযোগীতা করেছেন, সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তন্মধ্যে যাদের নাম না বললেই নয়- ড. সালমান বিন ফাহদ আলআউদা, ড. আব্দুল আজীজ আলি লতীফ, শেখ আব্দুল আজীজ তারীফী অন্যতম।

আল্লাহর কাছে দোয়া, উম্মতের প্রয়োজনে গ্রন্থটি তিনি কবুল করেন। পরকালে তা আমাদের সকলের নাজাতের ওছীলা বানান... আমীন...!!

অধ্যায়সমূহ


মূল ও বিন্যাস
ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরীফী
প্রভাষক, আক্বীদা ও দ্বীন বিভাগ, কিং সঊদ ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব।
সদস্য, আন্তর্জাতিক ইসলামী উচ্চতর দাওয়াহ বিভাগ।


ভাষান্তর, ব্যবস্থাপনা ও সম্পাদনা
উমাইর লুৎফর রহমান




1 comments:

Rafsan alhadi বলেছেন...

Mohan Allah jeno apnaderke uttom potidan dan koren!amin!

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম