দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের নশরতপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মতিয়ার রহমানের বড় ভাই আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও পল্লী চিকিৎসক মো: খোদা বখসকে আটক করে ডিবি পুলিশ। গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে ফেঁটে পড়ে এলাকার আপামর জনসাধারণ! বিকালে মতিউর রহমান ভাইকে পুলিশ গ্রেফতার করে স্পটেই হাত ও পায়ে গুলি করে। এর কিছুক্ষণ পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন করা হয়।
ডাক্তাররা তাঁর জীবনকে শঙ্কামুক্ত হিসাবে বলেন। কিন্তু উন্নত চিকিৎসার নাম করে পুলিশ তাঁকে ঢাকায় নিয়ে আসার কথা বলে গভীর রাতে হাসপাতাল থেকে রিলিজ করে। কিন্তু ঢাকার দিকে রওয়ানা না করে মতিউর রহমানকে দিনাজপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর উপর পুনরায় চলে পৈশাচিক নির্যাতন। মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত এ নির্যাতন অব্যাহত থাকে। পরে তিনি নিহত হলে সাজানো নাটকের অংশ হিসাবে তাঁর মৃতদেহ নিয়ে ঢাকার পথে রওয়ানা করেছে খুনি পুলিশ সদস্যরা।
নামঃ মোঃ মতিয়ার রহমান
পিতা: মোঃ আঃ রহমান
গ্রাম: দক্ষিন নসরতপুর
ডাকঘর: বলাইবাজার
থানা: চিরিরবন্দর
জেলা: দিনাজপুর
বয়স: ২৩
ভাইবোনঃ ৫-ভাই, ৩-বোন, সবার ছোট।
সাংগঠনিক মান: সাথী
দায়িত্ব: রানিবন্দর সাংগঠনিক থানা শাখার সভাপতি
শিক্ষাপ্রতিষ্ঠান: দিনাজপুর সরকারি কলেজ,
বিষয়: দর্শন ৩য় বর্ষ
.








0 comments: