শহীদ ফরিদ আহমেদ (গাজীপুর-১১.০৩.২০১৫)


১৬ই ফেব্রুয়ারী সন্ধায় শিবির নেতা ও আজিমউদ্দিন কলেজের ইন্টার ১ম বর্ষের মেধাবী ছাত্র ফরিদ আহমেদের বাড়ীতে কোন কারণ ছাড়াই স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগিতায় জয়দেবপুর থানার ওসি’র নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। সেখানে মা-বাবার সামনেই কাছে থেকে তার উপর গুলি বর্ষণ করে পুলিশ। এতে ফরিদ আহমেদসহ কয়েকজন আহত হয়। সেখানে তাদের মূমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায় পুলিশ। দ্বীর্ঘ দিন চিকিৎসাধিন থাকা অবস্থায় আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শাহাদাতবরণ করেন।



নাম ফরিদ আহমেদ
মান : সাথী
পড়ালেখা: ইন্টার প্রথম বর্ষ আজিমুদ্দিন কলেজ, জয়দেবপুর, গাজিপুর।
ঠিকানা : জুগিতলা, ১৭ নং ওয়ার্ড, জয়দেবপুর, গাজিপুর সিটি কর্পোরেশন।
দায়িত্ব : ওয়ার্ড সেক্রেটারি, ১৭ নং ওয়ার্ড।
ঘটনা : গত ১৬ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে ভর্তি ছিলেন।আজ ১১/০৩/১৫ বিকাল ৫.৩০ টায় শাহদাত বরন করেন।

গাজীপুরের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করতে গিয়ে জান্নাতের পথে পাড়ি জমালেন আমাদের প্রিয় ভাই সদা হাস্যজ্জল ও অসম্ভব বিনয়ী শহীদ মু.ফরিদ আহমেদ মন্ডল । আল্লাহ তুমি তার শাহাদাতের সবোচ্চ মর্যাদা দান কর ,( আমিন)

প্রিয় ভাই, জীবনের সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে তুমি চলে গেছো । জীবনে ভাল থাকার তিক্ত বোঝাপরার বিড়ম্বনা ছাড়িয়ে অনেক উর্ধে উঠে গেছো তুমি । আমরাতো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, কত প্রাসাদ অর্থ দিলে তোমার শাহাদাতের এক ফোটা রক্ত কেনা যায় ? অথচ এক মুহুর্ত জীবনের অন্তিম শাহাদাতের এক ফোটা রক্ত দিয়েই তুমি অনন্ত পরকালকে আপন করে কিনে নিলে ? প্রিয় ভাইটি, সেদিন বিচার দিবষে বহু আকাংখিত অমিয় স্বপ্নের দরওয়াজা তোমার জন্যই তো খোলা থাকবে । তোমার প্রশান্ত আত্মার দিকে চেয়ে থাকবো আমরা সেদিন...

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগরীর প্রথম শহীদ, শহীদ ফরিদ ভাইয়ের জানাজা






ভিডিও








ভিডিও


0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম