সাইমুম ৫৬: আর্মেনিয়া সীমান্তে

ওআইসি ও রাবেতার যৌথ মেসেজ এল। কোন উপায় না দেখে তারা আহমদ মুসার কথা স্মরণ করছে। .... আর্মেনিয়ার দিভিন উপত্যকায় দশ হাজার সদস্যের একটা মুসলিম জনপদ আজ বিপন্ন। এদের আসল পরিচয় হলো এরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর প্রত্যক্ষ বংশধরদের সর্বশেষ শাখা।

...... অদৃশ্য এক ষড়যন্ত্র এসে তাদের ঘিরে ধরেছে। তারা অব্যহত গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের শিকার। তাদের শস্যক্ষেত অজ্ঞাত কারণে বিরান এবং তাদের প্রতিষ্ঠানগুলো রহস্যময় অগ্নিকান্ডের শিকার হচ্ছে। এর তদন্ত ও প্রতিবিধান করতে গিয়ে আর্মেনিয়া সরকারের চার দক্ষ গোয়েন্দা, ইউনেস্কো, ওআইসি আর রাবেতার পাঁচ কর্মকর্তা নির্মমভাবে নিহত হলো। তদন্ত ও প্রতিকার তৎপরতা বন্ধ হয়ে গেছে। অসহায় অরক্ষিত হয়ে পড়েছে দশ হাজার নারী পুরুষ শিশু। ধ্বংস হওয়াই কি তাদের ভাগ্য?

ডাউনলোড




..... না, আহমদ মুসা ছুটল এবার আর্মেনিয়া সীমান্তে।

.... কিন্তু সেখানে পা দিয়েই টের পেল ষড়যন্ত্র জটিল, সর্বব্যাপি! ভয়াবহ রকমের হিংস্র এরা। এদের সামনে দাঁড়ানো মানেই মৃত্যু। এমন অমানুষ শত্রু বহু দিন আহমদ মুসার সামনে পড়েনি। পদে পদে ভয়ংকর ভয়ংকর সব বিপদ, চারদিকে জীবন-মৃত্যুর খেলা।

.... রহস্য-রোমাঞ্চে ভরা শ্বাসরুদ্ধকর এক কাহিনী নিয়ে এল এই সিরিজের ৫৬ নম্বর বই "আর্মেনিয়া সীমান্তে"।
কার্টেসীঃ সাইমুম সিরিজ ওয়েব

1 comments:

Nawshad বলেছেন...

73 page এর পর থেকে আর লেখা নেই। দয়াকরে দৃষ্টি দিবেন..!

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম