Tree Plantation Program of SHIBIR (শিবিরের বৃক্ষরোপন কর্মসূচী )

সারাদেশে যখন সরকার ইসলামী ছাত্রশিবিরের ওপর র্যাভব,পুলিশ ও বিজিবি দিয়ে একের পর হামলা, মামলা, নির্যাতন চলছে তখনও ছাত্রশিবির গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন । শুধুমাত্র ছাত্রশিবিরের মাধ্যমেই স্বনির্ভর ও সবুজ-শ্যামল সোনার বাংলাদেশ গড়া সম্ভব। শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং আমাদের নিজেদের স্বার্থেই দেশে প্রচুর গাছ লাগানো প্রয়োজন। তাই দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন ব্যাপক ভিত্তিক বৃক্ষ রোপন করে সবুজ বাংলাদেশ গড়তে সহযোগীতা করার। কেননা সবুজ বাংলা গড়া ছাড়া সোনার বাংলা গড়া সম্ভব নয়। উল্লেখ্য প্রতি বছরের মত এবারো গত ২০জুন থেকে ২৬ জুন ২০১৩ পর্যন্ত সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষনা করেছে ছাত্রশিবির। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যাযলি, প্রত্যেক জনশক্তি একটি করে ফলজ, বনজ, ও ঔষধী গাছের চারা রোপণ এবং দুটি করে চারা বিতরণ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন রোধে সচেতনতা তৈরী, বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে ব্যানার, ফেষ্টুন ও ষ্টিকার লাগনো ইত্যাদি। এসব কর্মসূচি সফল করতে সারাদেশে ছাত্রশিবিররের বিভিন্ন শাখা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।


















































0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম