ধূসর পান্ডুলিপি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট বিশটি কবিতা অন্তর্ভুক্ত হয়। কবিতাগুলোর নাম হলোঃ নির্জন স্বাক্ষর, মাঠের গল্প, মেঠোচাঁদ, পেঁচা, পঁচিশ বছর পর, কার্তিক মাসের চাঁদ, সহজ, কয়েকটি লাইন, অনেক আকাশ, পরস্পর, বোধ, অবসরের গান, ক্যাম্পে, জীবন, ১৩৩৩, প্রেম, পিপাসার গান, পাখিরা, শকুন, মৃত্যুর আগে, স্বপ্নের হাতে।
যে কাব্যগ্রন্থ গুলো দিয়ে বাংলা আধুনিক কবিতার যাত্রা শুরু তার মধ্যে ধূসর পান্ডুলিপি অন্যতম বলে অনেকে মনে করেন।[২] প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের কবিতায় কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্তের প্রভাব ছিলো লক্ষ্যনীয়। ধূসর পাণ্ডুলিপি-তেই তাঁর স্বকীয় কাব্য কৌশল পরিস্ফুট হয়ে ওঠে।
0 comments: