উদীচীজ্যোতির কথা (অরোরা বোরিয়ালিস)

ল্যাটিন ভাষায় একে বলে অরোরা বোরিয়ালিস (উত্তরের আলো)। এটা একটা অনন্যসুন্দর প্রাকৃতিক দৃশ্য। চৌম্বক উত্তর মেরুর একদম কাছে আকাশে এই আলো দেখতে পাওয়া যায়। বায়ুমণ্ডলে আহিত (চার্জড) কণিকাসমূহের মধ্যে সংঘর্ষের কারণে ঐ দৃষ্টিনন্দন জ্যোতির উদ্ভব হয়। প্রচণ্ড ঠাণ্ডার জন্যে ঐসব অঞ্চলে অল্প কিছু এস্কিমো (ইনুইট), ল্যাপ (সামি) গোত্রের মানুষ ছাড়া আর কেউ স্থায়ীভাবে বাস করেনা। আল্লাহর সুন্দর সৃষ্টি এই অদ্ভূত নয়নমনোহর আলো তাই পৃথিবীর বেশীর ভাগ মানুষ নিজের চোখে দেখার সুযোগ পায়না। উদীচীজ্যোতির মতো অবাচীজ্যোতিও দেখতে পাওয়া যায়। কিন্তু এই অরোরা অস্ট্রালিস দেখতে হলে এনটার্কটিকা যেতে হবে। দেখুন উত্তর আর দক্ষিণের আলোর কিছু ছবি আর দু'টো সুন্দর ভিডিও। সূত্রঃ উইকিপেডিয়া ও ইউটিউব। 














কপি ফ্রম : ব্লগার যুমার৫৩

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম