প্রবাল দ্বীপের গোড়া পত্তন হবে ,
কি করে সে কথা হয়ে গেল জানাজানি !
দল বেঁধে এল অযুত প্রবালকীট
কাঁপায়ে দু'পাশে দরিয়ার লোনা পানি ।
রেখে এল তারা জীবনের সব সাধ,
ফেলে এল তারা জীবনের সব গান,
নব সৃষ্টির পথে চলে উন্মাদ ;
ভিত্তিমূলেই জীবন করিতে দান ।
অযুত,লক্ষ, কোটি প্রবালের দেহে ,
শত যুগ ধরি' সেই দ্বীপ গড়ে ওঠে ,
কোটি প্রবালের তনুতে না হয় যদি
আরো বহুকোটি প্রবাল কীটেরা জোটে ।
কবে দূরচারী পথিক পাখিরা এসে
কাকলি-মুখর সে দ্বীপে বাঁধবে ঘর,
জাগবে কখন প্রবাল দ্বীপের বুকে
নারিকেল শাখে সপ্নের মর্মর ।
প্রবাল কীটেরা জানে না সে কথা, তবু
দল বেঁধে তারা করে গোড়াপত্তন ।
বত্সর কাটে...শতাব্দী কেটে যায়...
তবু কোন দিন হয় না-তো উণ্মন ।
আকাশে ,মাটিতে আসে বদলের পালা,
কত তারা নেভে, জ্বলে কত শশী রবি;
প্রবাল দ্বীপের কীটেরা ভিত্তি গড়ে
ধৈর্য্য ত্যাগের সহিষ্ণুতার ছবি ।
রাখে না খবর ,খোজ রাখে না তো কেউ,
কেউ কোনদিন সন্ধান নাহি করে ,
প্রবাল কীটেরা নিভৃতে গড়ে দ্বীপ ,
সকল আঁখির ; সকলের অগোচরে।
প্রবাল দ্বীপের গোড়াপত্তন হবে
কী ক'রে পেয়েছে তা'রা সেই হাতছানি !
মৃত্যু যাদের ত্যাগের মহান ছবি
মওতেই তারা পায় যে জিন্দেগানী।
0 comments: