মোবাইলে রেকর্ডকৃত আযান দিয়ে মসজিদে জামায়াতে নামাজ পড়া যাবে কি?

আবদুস শহীদ নাসিম
২/০৩/২০১৫
------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম, মুহতারাম আযান বিষয়ে জানতে চাই,  মোবাইলে রেকর্ডকৃত আযান দিয়ে মসজিদে জামায়াতে নামাজ পড়লে হবে কিনা, দয়াকরে জানালে খুশি হব।

জবাবঃ এর সাথে নামায শুদ্ধ হওয়া না হওয়ার বিষয় জড়িত নয়। বিষয়টা আযান সম্পর্কে এবং শুধু আযানের সাথে জড়িত। এটা কৃত্তিম পদ্ধতির আযান। এভাবে রসুলুল্লাহ সা -এর সুন্নত মোতাবেক আযান হয়না।

সুতরাং কোন জীবন্ত ও উপস্থিত ব্যক্তিকেই আযান দিতে হবে। আযানের রেকর্ড বা বাজনা বাজানো হলে সেটা আযান হবে না।

0 comments:

Comment Please

মন্তব্য..

প্রিয়বই.কম → (19)123456 -► পরের পাতা
সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম