হাত তুলে মুনাজাত করা কি বিদা'ত?

হাত তুলে মুনাজাত করা কি বিদা'ত?
দোয়া করার সর্বোত্তম পন্থা কি?
-----------------------------------
আবদুস শহীদ নাসিম
২৫/০৩/২০১৫
-----------------------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনার আপডেট, স্টাটাস এবং সাওয়াল-জবাবগুলো আমি নিয়মিত পড়ি এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করি। আল্লাহ পাক আপনাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন।
আপনার কাছে আমার ক্ষুদ্র একটি জানার বিষয় আছে। কিছু মানুষের কাছে শুনেছি, দু'হাত তুলে মুনাজাত করা নাকি বিদয়াত। এ ব্যাপারে একটু বলবেন কি? এবং আল্লাহর কাছে দোয়া করার সর্বোত্তম পন্থা কি? ধন্যবাদ।


জবাবঃ ওয়ালাইকুমুস সালাম। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুন।

আপনি দোয়া করার পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। এই প্রসংগে কয়েকটি বিষয়ে স্পষ্ট থাকা দরকার :

০১. দোয়া হাত উঠিয়ে করা যায়, হাত না উঠিয়েও করা যায়।

০২. হাত উঠিয়ে দোয়া করা বিদা'ত নয়; বরং সুন্নতের অন্তর্ভুক্ত।

০৩. তবে প্রত্যেক ফরয নামাযের পর ইমাম সাহেব কর্তৃক বাধ্যতামূলকভাবে মুক্তাদিদের নিয়ে হাত উঠিয়ে মুনাজাত করার রেওয়াজ সুন্নতের খেলাফ। এই বিষয়টাকে বিদা'ত বলা হয়ে থাকতে পারে।

০৪. দোয়া করার সর্বোত্তম পদ্ধতি হলো :

০১. হাত না উঠিয়ে যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়া করা।
০২. হাত উঠিয়ে যে কোনো সময় যে কোনো অবস্থায় দোয়া করা।
০৩. সাজদায় গিয়ে দোয়া করা।
০৪. রুকুতে গিয়ে দোয়া করা।
০৫. দুই সাজদার মাঝখানে বসে দোয়া করা।
০৬. রুকু থেকে দাড়িয়ে দোয়া করা।
০৭. তাকবিরে তাহরিমার পর দাঁড়িয়ে দোয়া করা।
০৮. নামাযের সালাম ফেরানোর পূর্বে দোয়া করা।
০৯. সালাম ফেরানোর পর দোয়া করা।
১০. অন্য যে কোন সময় দাঁড়িয়ে, বসে ও শুয়ে দোয়া করা।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম