পুরুষ সহকর্মীর সাথে চাকরি করতে ইসলাম কি অনুমতি দেয়?

প্রশ্নোত্তরঃ
পুরুষ সহকর্মীর সাথে চাকরি করা
-----------------------------------
আবদুস শহীদ নাসিম
০৯/০৪/২০১৫
-----------------------------------
প্রশ্নঃ আসসালামু আলাইকুম। স্যার, ইসলামে কেউ কারো প্রভু নয়, আবার কেউ কারো গোলামও নয়, প্রত্যেকেই স্বাধীন। আর পর্দা রক্ষা করে মেয়েরাও অনেক কাজে অংশ নিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষ সহকর্মীর সাথে কাজ/চাকরি করতে হচ্ছে। এ বিষয়ে ইসলাম কি বলে?

জবাবঃ ওয়ালাইকুমুস সালাম। আপনার প্রশ্নের মধ্যেই আপনার প্রশ্নের উত্তর রয়েছে। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত জবাব হলো :


০১. আপনি যে স্বাধীনতার কথা বলেছেন, তা অবাধ নয়, সর্বক্ষেত্রেও নয় এবং সবার জন্যেও প্রযোজ্য নয়।

০২. নারীদের চাকরি করার বিষয়টি তাদের স্বাধীনতার সাথে সম্পর্কিত নয়, বরং সৌখিনতা ও প্রয়োজনীয়তার সাথে সম্পর্কিত।

০৩. চাকরি-বাকরিসহ নারীদের সকল কাজেই প্রথমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রেই তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে। এই তিনটি নিরাপত্তা লাভ করা তাদের সবচেয়ে বড় অধিকার।

০৪. মেয়েদের উপার্জনের অধিকার অবশ্যি আছে। তবে সৌখিন উপার্জনের ক্ষেত্রে তাদের ইজ্জত ও শালীনতা রক্ষার শতভাগ গ্যারান্টি থাকা উচিত।

০৫. আর যে সব নারী তীব্র প্রয়োজনে উপার্জন করতে বাধ্য হন, শতভাগ পরিবেশ না পেলেও উপার্জনের কাজ তাদের করতেই হয়। তাই তাদের অন্তত এতোটুকু খেয়াল রাখতে হবে :

ক. নারীদের পৃথক কর্মক্ষেত্রের পরিবেশ যেখানে আছে, তারা সে ধরনের উপার্জন ক্ষেত্রকে অগ্রাধিকার দেবেন। তা সম্ভব না হলে,

খ. অন্তত সামষ্টিক পরিবেশ যেখানে আছে সে ধরনের পরিবেশ বেছে নেবেন।

গ. একান্ত একাকী একক পুরুষের পাশে বসে কাজ করতে হয়, এমন কর্মক্ষেত্র পরিহার করা কর্তব্য।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম