ফাঁসির মঞ্চে মাওলানা মওদূদী কেমন ছিলেন?

শহীদ মুহাম্মাদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কি বলেছিলেন, কি রকম ছিলেন, কিভাবে তারা ফাঁসিকে বরন করেছিলেন, কি তাদের চিন্তা-ভাবনা ছিল- এগুলো এখন আমরা জানি।

হয়ত পরবর্তীতে সময়ের পরিপ্রেক্ষিতে আমরা আরো জানব। খুবই আশ্চর্যের ব্যাপার এই যে আজ থেকে প্রায় ৬২ বছর আগে পৃথিবীর অন্যতম শীর্ষ আলেম মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী (রঃ) কে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল, তখন উনার মনেও শহীদ মুহাম্মাদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লার মত একই ভাবনা খেলা করছিল। প্রানভিক্ষা, ইসলামী আন্দোলন সহ অন্যান্য বিষয়ে উনাদের চিন্তা প্রায় অভিন্ন ছিল। ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসে দৈনিক সংগ্রামে প্রকাশিত একটি আর্টিকেল এই ব্যাপারে পাঠকদের জন্য দেয়া হল।


এভাবেই যুগে যুগে শহীদ সাইয়েদ কুতুব, শহীদ হাসানুল বান্না, শহীদ আব্দুল কাদের আওদা, শহীদ আব্দুল মালেক, শহীদ মুহাম্মাদ কামারুজ্জামান , শহীদ আব্দুল কাদের মোল্লাদের মত মানুষেরা, মর্দে মুমিনরা আমাদেরকে শাহাদাতের পবিত্র রাস্তায় মহান রাব্বুল আলআমীনের সাথে মিলিত হবার ডাক দিয়ে যায়।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম