বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহে স্বাধীনতার ঘোষণা, ১৫ই আগষ্টের ঐতিহাসিক পট পরিবর্তন, ৩রা নভেম্বরের প্রতিক্রিয়াশীল ক্যুদাতা এবং ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে অগ্রণীর ভুমিকায় ছিলো দেশপ্রেমিক সামরিক বাহিনী। ঘটনাগুলো তাই একই সূত্রে গাথা। বিশেষ করে ১৫ই আগষ্ট ও ৭ই নভেম্বরের মধ্যে রয়েছে এক অবিচ্ছেদ্য যোগসুত্র। এই দুটি যুগান্তকারী অভ্যুত্থানের পেছনে কাজ করেছে একই চেতনা, একই শক্তি। ব্যতিক্রম শুধু ৭ই নভেম্বরে সেনা পরিষদ ও অন্যান্য দেশপ্রেমিক দল এবং গ্রুপের সাথে যোগ দিয়েছিল কর্ণেল তাহেরের নেতৃত্বাধীন গণবাহিনী। বিচ্ছিন্নভাবে ১৫ই আগষ্ট ও ৭ই নভেম্বরের কোন একটি বিশেষ ঘটনার একক মূল্যায়ন এবং স্বীকৃতি ‘জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস’ এর মহাত্ম, তাৎপর্য্য এবং চেতনা অনুধাবন এবং এর মূল্যবোধ জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। জাতিয় বৃহত্তর স্বার্থে আত্মত্যাগে নবীন প্রজন্মকে উজ্জীবিত করতে হলে এই দুটি সফল অভ্যুত্থানকে জাতীয় পর্যায়ে সমমর্যাদা ও স্বীকৃতি অবশ্যই দিতে হবে। এই যুক্তির বাস্তবতা বুঝার জন্য প্রয়োজন ১৫ই আগষ্টের সফল পট পরিবর্তনের পর লোকচক্ষুর অন্তরালে ৭ই নভেম্বর পর্যন্ত কি ঘটেছিল সে সর্ম্পকে সত্যকে জানা। এই লক্ষ্যেই দেশবাসীর বিশেষ করে বর্তমান প্রজন্মের অবগতির জন্য সেই সময়ের প্রাসঙ্গিক ঘটনাপ্রবাহের ধারা বিবরনী নিচে তুলে ধরা হল।
১৫ই আগষ্ট ১৯৭৫ সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফুর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র ও জাতীয় স্বার্থ বিরোধী মহল সহজে এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না। তারা জনসমর্থনের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানো স্বর্গ ফিরে পাবার আশায় তাদের বিদেশী প্রভুদের যোগসাজসে চক্রান্তের জাল বুনতে শুরু করে বিপ্লবের পরমুহূর্ত থেকেই। তাদের এ ধরণের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল। বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম।
সর্বদলীয় সরকার কায়েম করে তার তত্ত্বাবধানে যতশীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। একই সাথে উদ্যোগ নেয়া হয়েছিল জাতীয় রক্ষীবাহিনীকে proper screening এর পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর পুর্নগঠন করে বিপ্লবের স্বপক্ষ শক্তিকে সুসঙ্গবদ্ধ করার। সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। বিপ্লবের প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল ওসমানীর মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ধাঁচে গড়ে তোলা। সেনা বাহিনীর পুর্নগঠনের কাজটি তখনকার প্রেক্ষাপটে ছিল খুবই জটিল এবং দূরহ্ একটি কাজ। রক্ষীবাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করার কাজটি ছিল বিশেষভাবে জটিল। সেনাবাহিনী থেকে বাকশালীমনা, দুনীতিপরায়ন এবং উচ্চাভিলাসীদের বের করে দিতে হবে। প্রয়োজনমত ইউনিটগুলোর পুনর্বিন্যাস করতে হবে। কমান্ড স্ট্রাকচারে প্রচুর রদবদল করতে হবে। সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরাই ছিল জেনারেল জিয়ার মূল শক্তি।
শেখ মুজিবের মৃত্যু একটি সাধারণ হত্যাকান্ড নয়। শেখ মুজিবর রহমানের মৃত্যু হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের বৈপ্লবিক অভ্যুত্থানের প্রক্রিয়ায়। একই দিনে শেখ মুজিবের পতনের রাজনৈতিক দিকটি খুব পরিষ্কার ও স্বচ্ছ করে ব্যাখ্যা করে ছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। তিনি বলেছিলেন, “১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী মাত্র ১৫ মিনিটের মধ্যে যে কুখ্যাত কালা-কানুন পাস করে বাকশাল নামক একদলীয় স্বৈরাচারী জগদ্দল পাথর দেশের তৎকালীন ৮ কোটি লোকের বুকে চাপিয়ে দেয়া হয়েছিল; সেটা ছিল একটা সংসদীয় ক্যু’দাতা (অভ্যুত্থান)। ঐ একদলীয় স্বৈরাচারী অভ্যুত্থানের বিরুদ্ধে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সংগঠিত হয় বৈপ্লবিক অভ্যুত্থান।” একই অধিবেশনে পরে তিনি ইনডেমনিটি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি ২৪১ ভোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। ফলে ইনডেমনিটি অধ্যাদেশ পঞ্চম সংশোধনী হিসেবে সংবিধানে সংযোজিত হয় এবং দেশের শাসনতন্ত্রের অংশে পরিণত হয়।
১৫ই আগষ্ট ১৯৭৫ এর বৈপ্লবিক সফল অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনচেতা জনগণের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে। অম্লান হয়ে থাকবে নিজ মহিমায়। সেদিন আগষ্ট বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশের মাটি থেকে স্বৈরশাসনের একনায়কত্ব ও একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটেছিল এবং উম্মোচিত হয়েছিল বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বার। আগষ্ট বিপ্লব বাকশালী কালো অধ্যায়ের অবসান ঘটিয়ে রাজনীতিতে গতিশীলতার সৃষ্টি করে সূচনা করে এক নতুন দিগন্তের।
১৫ই আগষ্ট বৈপ্লবিক অভুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের পর যে জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক রাজনীতির উন্মেষ ঘটেছিল জাতীয় জীবনের প্রতিক্ষেত্রে তারই ধারা আজও দুর্বার গতিতে বয়ে চলেছে। নিঃস্বার্থ দেশপ্রেম ও জাতীয় মুক্তির প্রতীক ১৫ই আগষ্টের সফল বৈপ্লবিক অভ্যুত্থান ও তার চেতনা সর্বকালে সর্বযুগে এদেশের প্রতিটি দেশপ্রেমিক ও সচেতন নাগরিক ও ভবিষ্যত প্রজন্মকে প্রেরণা যোগাবে নব্য সৃষ্ট মীরজাফর ও জাতীয় বেঈমানদের উৎখাত করতে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জ্বলন্ত নিদর্শন ১৫ই আগষ্টের মহান বিপ্লব।
-আপনাদের অবগতির জননো:
:ঢাকা জজকোটের সাবজজ গোলাম রসুলের রায়ের কিয়দংশ যোগ করিলাম: এমন অনেক স্বাক্ষী (শফিউল্লাহ) আছেন যাহারা আসামীর সমতুল্য। এমন অনেক আছেন (তোফায়েল,শফিউল্লাহ ও এ.কে. খোন্দকার) যাহাদের স্বাক্ষীও করা হয়নি|
-হাইকোটের বিচারপতি মুজিব হত্যাকান্ড বিচারের আপিলের রায়ঘোষনার সময় বলেন ওদের (তোফায়েল,শফিউল্লাহ ও খোন্দকার)'কে কেন আসামী করা হয় নাই। তাহাকে (শফিউল্লাহ)'কে কে স্বাক্ষী বানাইয়াছে? আজ তাই বিচারের পরিপূর্ণ রায় দিতে পারিলামনা| মুজিব হত্যাকান্ড বিচারের জন্য তাহার মেয়েরা ও দল কতটুকু চায় তাহা জজ/বিচারপতিদের আক্ষেপেই বুঝা যায়, তাদের কুকীততি জজকোটে-হাইকোটে ও পৌছে গেছে ,আমরা এখন সত্যি বুঝতে পাচিছ ! এখন ঐ বিচারের ঐ রায়ে কিছু অর্বাচিনের সাজা হলো , ইতিহাসের খাতায় ঐ রায় হবে এক তামাশা। আসল খুনীরা জয় বাংলা, জয় হাসিনা বলেই পার পেয়ে গেল। আর শেখ সেলিমরা বলিতে থাকবে হাসিনা খুনীরা বসে আছে তোমার পাশে, হাসিনা বলিবে ওরা বংগবন্ধুর সৈনিক!!
0 comments: