অধ্যায় ০৪ : মাতা-পিতার সাথে সদ্ব্যবহারের প্রতিদান

হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (স) যে ব্যক্তি নিজের হায়াত বৃদ্ধি ও জীবিকার প্রশস্ততা কামনা করে, সে যেন মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে।১

হযরত মুআয ইবন আনাস (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করে, তার জন্য সুসংবাদ হলো, আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেবেন।২

হযরত ওয়াহাব ইবন মুনিয়্যা (রা) বলেন, মাতা-পিতার সাথে সদ্ব্যবহার সন্তানের হায়াত বৃদ্ধি করে দেয়।৩।

হযরত সাওবান (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, দুআ ব্যতীত কোন কিছুই তাকদীরকে ফিরাতে পারে না। নেক আমল ব্যতীত কোন কিছুই হায়াত বাড়াতে পারে না। আর ব্যক্তির কৃত গুনাহ-ই তাকে জীবিকা থেকে বঞ্চিত করে।৪

হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, তোমরা তোমাদের পিতাদের (পিতা ও দাদার) সাথে সদ্ব্যবহার সদাচরণ করো, তাহলে তোমাদের সন্তানেরাও তোমাদের সাথে সদাচারণ করব। তোমরা সচ্চরিত্রবান হও, তোমাদের নারীরাও সচ্চরিত্রবান হবে।৫

আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, তোমরা পরনারীর প্রতি কৃদৃষ্টি দেয়া থেকে নিজেদেরকে। পবিত্র রাখা এবং সচ্চরিত্রবান হও, তোমাদের নারীরাও পবিত্র ও সচ্চরিত্রবান হবে। তোমাদের বাপদাদাদের সাথে সদ্ব্যবহার করো, তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদ্ব্যবহার করবে..................।৬

হযরত ইবন উমার (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, তিন ব্যক্তি চলার পথে বৃষ্টির কবলে পড়ে পর্বত গুহায় আশ্রয় নেয়। এমন সময় একখানা প্রকান্ড পাথর পাহাড় থেকে গড়িয়ে গুহার মুখে এসে পড়ে। ফলে গুহার মুখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তখন তারা একে অপরকে বলল, তোমার নিজেদের এমন কোন নেক আমলের কথা স্মরণ করো যা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করা হয়েছে। আর সেই নেক আমলের অসীলা করে আল্লাহর নিকট দুআ করো। আশা করা যায়, এর বদৌলতে তিনি বিপদ দূর করে দেবেন। অত:পর তাদের একজন বলল, যে আল্লাহ! আমার অতি বৃদ্ধ মাতা-পিতা ছিলেন এবং ছোট ছোট কয়েকটি বাচ্চাও ছিল। আমি তাদের জন্য মেষ ও দুম্বা চরাতাম এবং আসার সময় তাদের জন্য দুধ দোহন করে আনতাম। আমার সন্তানদের দুধ পান করানোর আগেই আমার মাত-পিতাকে দুধ পান করাতাম। ঘটনক্রমে একদিন চারণ বৃক্ষ আমাকে দূরে নিয়ে যায়। ফলে ঘরে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল। আমি এসে তাদেরকে (মাতা-পিতাকে) ঘুমন্ত অবস্থায় পেলাম। প্রতিদিনের ন্যায় আজও দুধ দোহন করে দুধের পাত্র নিয়ে তাঁদের কাছে আসলাম এবং পাত্র হাতে নিয়ে তাঁদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম। তাঁদের ঘুম থেকে ডাকা এবং তাঁদের আগে বাচ্চাদেরকে দুধ পান করানো আমি ভালো মনে করলাম না। অথচ আমার বাচ্চাগুলো (ক্ষুদার যাতনায়) আমার পায়ে পড়ে কাঁদছিল। আমার ও তাদের অবস্থা সকাল পর্যন্ত বিদ্যমান রইল। (অবশেষে আমার মাতা-পিতা ঘুম থেকে জাগার প্রথমে তাঁদেরকেই দুধ পান করালাম)। ইয়া আল্লাহ! তুমি যদি জান যে, আমি এ কাজটি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, তাহলে এর অসীলায় আমাদের জন্য (গুহার মুখ থেকে) পাথরটি এতটুকু সরিয়ে দাও যাতে আমরা অবকাশ দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটি একটুকু পরিমাণ সরিয়ে দিলেন যে, তারা আকাশ দেখতে পাচ্ছিলো.............।
------------------------------------------------------------------------------------------------------------
১। ফাতহুর রাব্বানী, ১৯ খ, পৃ. ৩৫ আত-তারগীব ওয়াত তারহীব ৩ খ, পৃ. ৩১৭।
২। আত-তারগীব ওয়াত তাহবীব, ত খ, পৃ. ৩১৭; আল মুস্তাদরাক ৪ খ, পৃ. ১৫৪
৩। আদ-দুররুল মানসুর; ৫ খ, পৃ. ২৬৭
৪। ইবন মাজাহ, পৃ. ১০ আরো দ্র: মুসনাদে আহমাদ, তিরমিযী;
৫। আত-তারগীব ওয়াত তারহীব, ৩ খ, পৃ. ৩১৮
৬। আত-তারগীব ওয়াত তারহীব, ৩ তখ, পৃ. ৩১৭; আল-মুস্তাদরাক, ৪ খ, পৃ. ১৫৪



মাতা-পিতার ইন্তিকালের পর সন্তানের করণীয়

হযরত আবূ উসাইদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ (সা) এর কাছে বসা ছিলাম। এমন সময় সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! মাতা-পিতার ইন্তিকালের পর তাঁদের সাথে আমার সদ্ব্যবহার করার কিছু অবশিষ্ট আছে কি? তিনি বললেন হ্যাঁ আছে। (চারটি কাজের মাধ্যমে তাঁদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখতে পার।)
------------------------------------------------------------------------------------------------------------
১। সহীহ আল বুখারী, ২ খ, পৃ. ৮৮৩, সহীস মুসলিম, যিকির ওয়াদ দুআ, অনু: ২৭, তিন গুহাবাসীর ঘটনা; ৪ খ, পৃ. ২০৯৯; হাদীস নং ২৭৪৩।
------------------------------------------------------------------------------------------------------------
তাঁদের জন্য দুআ ও ক্ষমা প্রার্থনা করা। তাঁদের মৃত্যুর পর তাঁদের কৃত ওয়াদাসমূহ পূর্ণ করা। তাঁদের সাথে যাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাঁদের সাথে সদ্ব্যবহার ও সুন্দর আচরণ করা। তাঁদের বন্ধু-বান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা।১
মাতা-পিতার জন্য দুআ করা

আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, জান্নাতে মানুষের মর্যদা অবশ্যই বৃদ্ধি করা হবে। সে বলবে, এটা (মর্যাদা বৃদ্ধি) কিভাবে হলো? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদৌলতে।২

আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, মানুষ মারা যাওয়ার পর তা সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি নেক আমল যা তার মৃত্যুর পরও চালু থাকে।
এক. সাদাকায়ে জারিয়া।৩
দুই. তার রেখে যাওয়ার জ্ঞান ভান্ডার যা দ্বারা মানুষ উপকৃত হয়। তিন. তার সৎ সন্তান যারা তার জন্য দুআ করতে থাকে।৪

হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মাতা-পিতা উভয়ে অথবা একজন এমতবস্থায় ইন্তিকাল করল যে, সে তাঁদের অবাধ্য ছিল। কিন্তু তাঁদের মৃত্যুর পর সে তাঁদের জন্য সর্বদা দুআ ও ইস্তিগফার করতে থাকে এবং তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। অবশেষে আল্লাহ তাআলা তাকে নেককার লোকদের মধ্যে শামিল করে দেন।৫

মাতা-পিতার ঋণ পরিশোধ করা :

হযরত বুরাইদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। তখন একজন মহিলা তাঁর খেদমতে এসে আরয করল, আমি আমার মাকে একটি দাসী দান করেছি।
------------------------------------------------------------------------------------------------------------
১। আবূ দাউদ, আদব, অনু: মাতা-পিতার সাথে সদ্যবহার, ৪ খ, পৃ. ৩৩২ নং ৫১৪২ ইবনে মাজাহ, আদব প. ২৩০; আল মুস্তাদরাক, বির ওয়াস সিলা , ৪ খ. পৃ. ১৫৪।
২। ইবন মাজাহ, আদব অধ্যায়, অনু:মাত-পিতার সাথে সদ্ব্যবহার,
৩। মাসজিদ মাদ্রাসা ও জনকল্যাণমূলক কাজ প্রভৃতি।
৪। সহীহ মুসলিম, আল ওসিয়্যাহ, আণু; মৃত্যুর পর মানুষের যে সওয়াব যোগ হয়, ৩ খ, পৃ. ১২৫৫ নং ১৬৩১।
৫। ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবন আবদুল্লাহ আত তিবরিযী, মিশকাতুল মাসাবীহ, আদব, অনু: মাতা-পিতার সাথে সদ্ব্যবহার পৃ. ৪২১ ; (বায়হাকী বরাত)।
------------------------------------------------------------------------------------------------------------
ইতিমধ্যে তিনি ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, দাসী দান করার প্রতিদান তুমি অবশ্যই পাবে এবং মীরাস হিসেবে দাসীটিও তুমি ফেরত পাবে। মহিলাটি আরয করল, হে আল্লাহর রাসূল! এক মাসের রোযা তাঁর অনাদায় রয়ে গেছে, আমি কি তাঁর পক্ষ থেকে সে রোযা কাযা আদায় করবো? তিনি বললেন: তুমি তাঁর কাযা রোযা আদায় কারো। সে বলল, আমার মা কখনো হজ্জ করেননি, আমি কি তাঁর পক্ষ থেকে হজ্জ করবো? তিনি বললেন, তুমি তাঁর পক্ষ থেকে হজ্জ করো।১

হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন, এক ব্যক্তি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে আরয করল, হে আল্লাহ রাসূল! আমার মা এক মাসের রোযা অনাদায় রেখে মারা যান। আমি কি তাঁর রোযাগুলো পালন করব? তিনি বললেন; তোমার মায়ের যদি কোন ঋণ থাকতো, তুমি কি তা পরিশোধ করতে না? লোকটি বলল, হ্যাঁ, পরিশোধ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ঋণ সর্বাগ্রে পরিশোধযোগ্য।২

মাতা-পিতার ওয়াদা ও অসিয়াত পূরণ করা
হযরত আবদুল্লাহ (রা) বর্ণনা করেন, হযরত আসআদ ইবন উবাদা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ! আমার মা মানত করেছিলেন, কিন্তু তা আদায় করার পূর্বে তিনি ইন্তিকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাঁর পক্ষ থেকে মানত পুরো করে দাও।৩

হযরত আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বর্ণনা করেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করল, হে আল্লাহ রাসূল! আমার মা ইন্তিকাল করেছেন, তিনি কোন অসিয়াত করে যাননি। আমি যদি তাঁর পক্ষ থেকে কিছু সাদকাহ করি তাহলে কি তাঁর কোন উপকার আসবে? তিনি বললেন হ্যাঁ, উপকারে আসবে...............।৪
------------------------------------------------------------------------------------------------------------
১। সহীহ মুসলিম, সিয়াম, অনু:মৃত ব্যক্তির কাযা রোযা আদায় করা, ২ খ, পৃ. ৮০৫. নং ১১৪৯;
২। প্রাগুক্ত, পৃ. ৮০৪, নং ১১৪৮
৩। সহীহ আল বুখারী, কিতাবুল হিয়াল, অনু; যাকাত, সম্পর্কে, নং ৬৯৫৯; আরো দ্র: আবূ দাউদ, মুয়াত্তা, নাসাঈ।
৪। আবূ দাউদ,কিতাব আল-অসায়া ; অনু যে অসিয়াত না করে মৃত্যু বরণ করল, তার পক্ষে থেকে দান করা, ৩ খ, পৃ. ১১৮
------------------------------------------------------------------------------------------------------------
মাতা-পিতার বন্ধু-বান্ধবদের সাথে সদ্ব্যবহার
ইবন উমার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমার পিতা বন্ধুদের ব্যাপারে যত্নবান হও। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো না, (যদি ছিন্ন কর) তাহলে আল্লাহ তাআলা তোমার নূর বিলুপ্ত করে দেবেন।১
হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির সর্বাপক্ষা বড় সৎকাজ হচ্ছে, পিতার বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখা।২

হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক আরব বেদুইন তাঁর সাথে মক্কার পথে মিলিত হলো। আবদুল্লাহ (রা) তাকে সালাম দিলেন এবং তাঁর সাওয়ারী গাধার ওপর তাকে তুলে নিলেন। তিনি নিজের মাথার পাগড়ীও তাকে দিয়ে দিলেন। (তার এক সফরসঙ্গী) ইবন দীনার বলেন, আমার তাকে (আবদুল্লাহকে) বললাম, আল্লাহ তাআলাকে কল্যাণ দান করুন! তারা তো গ্রামবাসী। তারা অল্প কিছু পেলেই তাতে সন্তুষ্ট হয়। (দুদিরহাম দিয়ে দিলেই তো যথেষ্ট হতো)। আবদুল্লাহ ইবন উমার (রা) বললেন, এ লোকটির পিতা উমার ইবনুল খাত্তাব (রা) এর বন্ধু ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কোন ব্যক্তি সর্বোত্তম সৎকাজ হচ্ছে, পিতার বন্ধুদের সাথে তার সুসম্পর্ক বজায় রাখা।৩

হযরত আবূ বুরদা (রা) বলেন, আমি মদীনায় আসলে হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) আমার নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, আবূ বুরদা। তোমার নিকট কেন এসেছি তা তুমি কি জান? আবূ দারাদা (রা) বললেন, আমি তো তা জানি না। আবদুল্লাহ (রা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি কবরে অবস্থিত নিজের পিতার সাথে সুন্দর আচরণ করতে চায়, তার উচিত, পিতার মৃত্যুর পর তাঁর বন্ধু-বান্ধবদের সাথে সুন্দর আচরণ করা। এরপর তিনি বললেন, ভাই! আমার পিতা-হযরত উমার
------------------------------------------------------------------------------------------------------------
১। নাদরাতুন নাঈম, ৩ খ, ৭৭৫; হাইসামী আল মাজমা ; ৮ খ, পৃ. ১৪৭ বরাত,
২। সহীহ মুসলিম বির ওয়াস সিলা, অনু : মাতা-পিতার বন্ধু-বান্ধবদের সাথে সদাচারণ করার ফযীলত ৪ খ, পৃ. ১৯৭৯, নং ১২, আরো দ্র: তিরমিযী, আবূ দাউদ, মুসনাদে আহমেদ
৩। নাদরাতুন নাঈম, ৩ খ, পৃ. ৭৭৪।
(রা) এর সাথে আপনার পিতার ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি সেই বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তার হক আদায় করতে চাই।১
------------------------------------------------------------------------------------------------------------
মাতা-পিতার আত্মীয়-স্বজনের সাথে সদাচরণ করা
হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :আল্লাহ তাআলা সমগ্র মাখলুক সৃষ্টি করে যখন অবসর হলেন, তখন রেহেম (আত্মীয়তা) উঠে দাঁড়িয়ে রাহমানুর রাহীমের কোমর ধরল। আল্লাহ বললেন :থাম! (তুমি কি চাও) রেহম আরয করলো, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করার স্থান। আল্লাহ বললেন,তুমি কি এতে সন্তুষ্ট নও, যে বেক্তি তোমার সাথে সম্পর্ক বহাল রাখবে, আমিও তার সাথে সম্পর্ক বহাল রাখবো। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। রেহম বলল, হ্যাঁ, আমি রাযী আছি, হে আমার প্রতিপালক! আল্লাহ বললেন : ঠিক আছে, তোমার সাথে আমার এ অঙ্গীকার থাকল।২

আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেহম শব্দটি রহমান থেকে উদ্ভুত। তাই আল্লাহ তাআলা বলেন :যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আমিও তার সাথে সুসম্পর্ক রাখবো। আর যে ব্যক্তি তোমাকে ছিন্ন করবে, আমিও তাকে ছিন্ন করবো।৩

হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেহম আল্লাহর আরশের সাথে ঝুলন্ত রয়েছে। সে বলে, যে আমার সাথে সম্পর্ক অটুট রাখবে, আল্লাহ ও তার সম্পর্ক অটুট রাখবেন। আর যে আমাকে ছিন্ন করবে, আল্লাহ ও তাকে ছিন্ন করবেন।৪

হযরত জুবায়ের ইবন মুতায়িম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
------------------------------------------------------------------------------------------------------------
১। আলাউদ্দীন আলী ইবন বালবান, আল-ইহসান বা তারতিবে সহীবহ ইবন হিব্বান, দারুল কুতুবুল ইলমিয়া, বৈরূত, ১ম সং ১৮০৭ হি. ১৯৮৭ সন, ১ খ. পৃ. ৩২৯।
২। সহীহ আল-বুখারী, আদব, অনু: ১৩, যে ব্যক্তি আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করেন, নং ৫৯৮৭, সহীহ মুসলিম, বির ওয়াসসিলা, অনু: আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নং ২৫৫৪
৩। সহীহ আল বুখারী, প্রাগুক্ত
৪। সহীহ মুসলিম, প্রগুক্ত
------------------------------------------------------------------------------------------------------------
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।১
হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আত্মীয়তা রক্ষাকারী নয়, যে শুধু বিনিময় স্বরূপ তা রক্ষা করে। বরং সে ব্যক্তিই আত্মীয়তা রক্ষাকারী, যার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পর সে তা পুনস্থাপন করে।২

হযরত আবূ হুরাইরা (রা) বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমার এমন কিছু আত্মীয়-স্বজন রয়েছে, আমি তাদের সাথে সদ্ব্যবহার করি, অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের ব্যবহারে ধৈর্যধারণ করি, কিন্তু তারা আমার সাথে মূর্খতা প্রদর্শন করে। জবাবে তিনি বললেন, তুমি যেরূপ বললে, যদি তুমি এরূপ আচরণই করে থাকো, তবে তুমি যেন তাদের মুখের ওপর ছাই নিক্ষেপ করছো। তুমি যতক্ষণ এ নীতির ওপর বহাল থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলাকে পক্ষ থেকে তোমার সাথে একজন সাহায্যকারী থাকবেন, যিনি তাদের ক্ষতিকে প্রতিরোধ করেন।৩

হযরত আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় জীবিকা বৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করে।৪

হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ , আমি রহমান। রেহম (আত্মীয়তা) কে আমিই সৃষ্টি করেছি। আর রেহম শব্দটি আমি আমার (রহমান) নাম থেকে নি:সৃত করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তাকে সংযোজিত করবে, আমি তাকে (আমার রহমতের সাথে) সংযোজিত করবো। আর যে ব্যক্তি আত্মীয়তাকে ছিন্ন করনবে, আমিও তাকে বিচ্ছিন্ন করে দেবো।৫
------------------------------------------------------------------------------------------------------------
১। সহীহ আল-বুখারী, আদব, অনু; আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত, নং ৫৯৮৪,সহীহ মুসলিম, প্রগুক্ত
২। সহীহ আল-বুখারী, আদব, অনু: প্রতিদানে আত্মীয়তার হক আদায় হয় না, নং ৯৫১
৩। সহীহ মুসলিম, প্রগুক্ত, নং ২৫৫৮
৪। সহীহ আল বুখারী, আদব, আত্মীয়ের সাথে সদ্ব্যবহারে রিযক বৃদ্ধি পায়, নং ৫৯৮৫-৬; সহীহ মুসলিম, প্রগুক্ত,
৫। আবূ দাউদ, যাকাত, অনু: আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, নং ১৬৯৬
------------------------------------------------------------------------------------------------------------

হযরত আবদুল্লাহ ইবন আউফ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, সে সম্প্রদায়ের প্রতি অল্লাহর রহমত বর্ষণ হয় না, যাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান রয়েছে।১

হযরত আবূ বকর (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদ্রোহ করা ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা অপেক্ষা কোন পাপই এত জঘন্য নয় যে, এ পাপাকারীকে আল্লাহ তাআলা শীঘ্রই এ পৃথিবীতে শাস্তি প্রদান করেন এবং পরকালেও তার জন্য তা জমা করে রাখেন।২

ব্যাখ্যা : বিদ্রোহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার পাপ এতই জঘন্য যে, দুনিয়াতে শীঘ্রই এ পাপের শাস্তি প্রদান করা হবে। কিন্তু দুনিয়াতে শাস্তি দেয়ার মাধ্যমেই এ পাপ মোচন হবে না। বরং পরকালেও এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে।

হযরত আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বংশসমূহের এ পরিমাণ পরিচয় অর্জন করো, যাতে তোমরা নিজেদের আত্মীয়তার হক আদায় করতে পার। কেননা আত্মীয়তা রক্ষা করার মাধ্যমে আপনজনের মধ্যে সম্প্রীতি অর্জিত হয়, ধন-সম্পদ ও হায়াত বৃদ্ধি পায়।৩

হযরত আবদুল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরয করল, হে আল্লাহর রাসূল! আমি একটি জঘন্য পাপ করেছি। আমার তওবার কোন ব্যবস্থা আছে কি? তিনি তাকে জিজ্ঞেস করলেন; তোমার মা জীবিত আছেন কি? সে বলল না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার কোন খালা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও, তাঁর খেদমত করো।৪

ব্যাখ্যা : তওবা ছাড়া কবীরা গুনাহ মাফ হয় না। আর মায়ের অবর্তমানে খালার সাথে সদাচরণ করা তওবা কবুল হওয়ার জন্য সহায়ক। তাই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালার খেদমত করার আদেশ করছেন।

------------------------------------------------------------------------------------------------------------
১। মিশকাতুল মাসাবীহ, প্রাগুক্ত, (বায়হাকী বরাত)
২। আবূ দাউদ, আদব, অনু: বিদ্রোহ করা নিষিদ্ধ ; আরো দ্র: তিরমিযী, ইবন মাজাহ
৩। তিরমিযী, বির ওয়াস সিলা, অনু: বংশ পরিচয় জানা;
৪। তিরমিযী, বিরওয়াস সিলা, অনু: খালার সাথে সৎ ব্যবহার করা; আল মুস্তাদরাক, বির ওয়াস সিলা।
------------------------------------------------------------------------------------------------------------
হযরত সাঈদ ইবন আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : পিতার অধিকার যেমন সন্তানের ওপর রয়েছে, তেমনি ছোট ভাইয়ের ওপরও বড় ভাইয়ের অধিকার রয়েছে।১




মাতা-পিতার সাথে সদ্ব্যবহারের উপকারিতা

মাতা-পিতা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। সন্তানের জন্ম ও তাদের লালন-পালনে আল্লাহর পরেই মাতা-পিতার অবদান সবচাইতে বেশী। মাতা-পিতার অবদান ও ইহসানের কৃতজ্ঞতা জানালে আল্লাহর কৃতজ্ঞতা জানানো হয়। তাদের কৃতজ্ঞতা আল্লাহর অকৃতজ্ঞতারই শামিল।

মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করলে ঈমান পরিপূর্ণ হয় এবং ইসলামী জীবন যাত্রা সুন্দর হয়।

মাতা-পিতার আনুগত্য করা উত্তম ইবাদত ও শ্রেষ্ঠ আনুগত্য।

মাতা-পিতার সন্তুষ্টি জান্নাতের চাবিকাঠি। মাতা-পিতার সাথে সদ্ব্যবহার জান্নাতের পথে ধাবিত করে। যাকে আল্লাহ তাআলা মাত-পিতার সেব-যত্ন ও খেদমত করার সৌভাগ্য দান করেছেন, প্রকৃতপক্ষে তাকে তিনি জান্নাতের পথে চলারই সুযোগ করে দিয়েছেন। যে ব্যক্তি এ সৌভাগ্য অর্জন করেছে, আল্লাহ তাআলা তাকে জন্নাতে প্রবেশ করাবেন।

মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করলে, তাঁদের সেব-যত্ন ও খেদমত করলে হায়াত বৃদ্ধি পাবে, আয়-রোজগারে বরকত হবে এবং অর্থ সম্পদ বৃদ্ধি পাবে।

মাতা-পিতার সাথে সদ্ব্যবহারে করলে পরকালে মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে সে প্রশংসিত হবে।

যে ব্যক্তি মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করে, তার সন্তানরাও তার সাথে সদ্ব্যবহার করবে, তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাকে মর্যাদা প্রদান করবে। মাতা-পিতার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা তার সন্তানদেরকেও সেই শিক্ষাই দেবেন।
মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করলে এবং তাদের সেবাযত্ন করলে বিপদ মুসিবদ দূর হয় ও দুশ্চিন্তা মুক্তি হওয়া যায়।

যে ব্যক্তি মাতা-পিতার বন্ধুদের সাথে সদাচারণ করবে, তার নূর বিলুপ্ত করা হবে না।

মাতা-পিতার সন্তষ্টি আল্লাহর সন্তুষ্ট। মাতা-পিতাকে সন্তষ্ট করার কাজ করতে থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।

আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ্ব ও উমরা পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদাত। যে ব্যক্তি মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করে, তাঁদের অধিকার আদায় করে এবং তাঁদের সেবা-যত্ন করে, আল্লাহ তাআলা তাকে কবুল হজ্জ ও উমরার সমান সওয়াব দান করেন।
মাতা-পিতার খেদমত ও সেবা-যত্ন করা জিহাদের সমতুল্য ইবাদত। ক্ষেত্রে বিশেষ তার চাইতেও বড়। মাতা-পিতার খেদমতে নিয়োজিত থাকলে দ্বীন প্রতিষ্ঠানকারী মুজাহিদগণের মধ্যে গণ্য হওয়া যাবে এবং জিহাদের ময়দানে অংশ গ্রহণকারীদের সমতুল্য মর্যাদার অধিকারী হওয়া যাবে।১
১। সূরা বাণী ইসরাঈল : ২৩-২৪

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম