উইকিলিকসের তথ্য : 'মাদ্রাসায় পরিবর্তনে সক্রিয় যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র'
সন্ত্রাসবিরোধী কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার পাঠক্রম পরিবর্তনে একত্রে কাজ করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র- বলছে উইকিলিকসের ফাঁস করা গোপন নথি।
'সামষ্টিক সন্ত্রাসবিরোধী কৌশলের' অংশ হিসেবে মাদ্রাসা পাঠক্রমকে প্রভাবিত করতে চায় দেশ দুটি।
উইকিলিকসের ফাঁস করা যুক্তরাষ্ট্রের গোপন তারবার্তার ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসার পাঠক্রম পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করছে য্ক্তুরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)।
এক তারবার্তায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কৌশলের বিষয়টি উল্লেখ করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বাংলাদেশের অনিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোর জন্য একটি মান পাঠক্রম তৈরি ও প্রয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে দেওয়া হবে তা দুই দেশের সমন্বিত পরিকল্পনায় আছে বলে বার্তায় জানান মরিয়ার্টি।
মাদ্রাসা 'পাঠক্রম উন্নয়ন পরিকল্পনা'র অংশ হিসেবে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের সরকারি উন্নয়ন সংস্থা ইউএসএইডের দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।
ডিএফআইডি'র উদ্যোগ দক্ষিণ এশিয়া ইসলামের চরমপন্থা রোধের জন্য বলে একমত লন্ডনের মুসলিম ইন্সটিটিউটের ড. গিয়াসউদ্দিন সিদ্দিক। তিনি বলেন, "এটা অনেক পুরনো সমস্যা।"
"অনেক আগেই অনিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোর পাঠক্রমের দিকে নজর দেওয়া উচিত ছিলো।"
ডিএফআইডি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বাংলাদেশে প্রায় ৬৪ হাজার মাদ্রাসা রয়েছে। যেসব অভিভাবক তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রথাগত বিদ্যালয়ে পাঠাতে পারেন না তাদের সন্তানরা প্রায়ই বিনামূল্যে মাদ্রাসায় শিক্ষার সুযোগ পায়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তবে প্রায় ১৫ হাজার অনিয়ন্ত্রিত মাদ্রাসা নিয়ে সচেতন বর্তমান সরকার। এসব মাদ্রাসায় অন্যগুলোর তুলনায় শিক্ষার গড় মান ভালো নয়।"
"মাদ্রাসার বিরুদ্ধে সন্তানদের চরমপন্থী করে তোলার অভিযোগও তুলেছেন কেউ কেউ।"
"গত সপ্তাহে মাদ্রাসার অর্থের উৎস তদন্তের নির্দেশ দিয়েছে সরকার," উল্লেখ করে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, "নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির মাদ্রাসায় ঘাঁটি গাড়ছে- এ অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়।"
0 comments: