উইকিলিকসের তথ্য : ‘সমতা সৃষ্টির জন্য খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হবে’
খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে সমতা সৃষ্টির খাতিরে। তিনি এটা জানেন এবং নিজের গ্রেপ্তারের জন্য তৈরি আছেন। তিনি নিশ্চয়ই দিন গুনছেন।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর খালেদা জিয়ার গ্রেপ্তারের প্রসঙ্গে ডিজিএফআইয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন এ কথা বলেন বলে মার্কিন দূতাবাসের ফাঁস হওয়া তারবার্তায় উল্লেখ করা হয়েছে।
২০০৭ সালের ১৭ জুলাই এ টি এম আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা। ১৯ জুলাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি ওয়াশিংটনে এ নিয়ে একটি তারবার্তা পাঠান।
ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আমিন দূতাবাসের কর্মকর্তাদের বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়া—উভয়কে সম্মানের সঙ্গে রাজনীতি থেকে বিদায় নেওয়ার জন্য কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুজনই তা প্রত্যাখ্যান করেন। ফলে শেখ হাসিনাকে আগের দিন গ্রেপ্তার করা হয়েছে এবং খালেদা জিয়াকে অচিরেই গ্রেপ্তার করা হবে।
হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ: শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে এ টি এম আমিন বলেন, তাঁর বিরুদ্ধে ১০-১১ জন মানুষকে হত্যার অভিযোগও আনা হবে। তিনি বলেন, ২০০৪ সালে হাসিনা একটি বাস পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন, যার ফলে ওই লোকদের মৃত্যু ঘটে।
এ ছাড়া হাসিনার বিরুদ্ধে ২০টির মতো অভিযোগ আনা হতে পারে বলে জানান আমিন। তিনি বলেন, ‘আমরা আশা করছি, প্রথম মামলাটি শিগগিরই, ১০ দিনের মধ্যেই আদালতে যাবে এবং শুরু হওয়ার ৪৫ দিনের মধ্যে মামলাটির নিষ্পত্তি হবে।’
‘কিংস পার্টি’: ব্রিগেডিয়ার জেনারেল আমিন বলেন, রাজনৈতিকভাবে অপরিচিত ফেরদৌস কোরেশি একটি ‘কিংস পার্টি’ গঠনের উদ্যোগ নিয়েছেন। এ দল গঠিত হচ্ছে প্রধানত অন্যান্য দল থেকে বেরিয়ে আসা লোকজন নিয়ে এবং এটা হবে নতুন রাজনৈতিক নেতৃত্বের একটা উৎস। তবে আমিন এও মনে করেন, বিএনপি ও আওয়ামী লীগের অধিকাংশ সমর্থকই নিজ নিজ দলের সঙ্গেই থেকে যাবেন। সরকার অচিরেই ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করবেও বলে তিনি জানান।
জামায়াতে ইসলামী: প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে চলমান রাজনৈতিক ওলটপালটের ফলে জামায়াতে ইসলামী লাভবান হবে কি না—এই প্রশ্নের উত্তরে আমিন নেতিবাচক জবাব দিয়ে বলেন, জামায়াত কোনো নির্বাচনে একা জিততে পারে না। সাফল্য পেতে তাদের অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধতে হয়।
সহযোগিতার অনুরোধ: আমিন দুর্নীতিবিরোধী অভিযানে মার্কিন সহযোগিতা চান। তিনি বলেন, দুর্নীতি মোকাবিলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণের ব্যাপারে সেনাপ্রধান মইন উ আহমেদ বিশেষভাবে আগ্রহী।
0 comments: