উইকিলিকস ► মুক্তির ব্যাপারে হাসিনা উদ্বিগ্ন খালেদা আত্মবিশ্বাসী ছিলেন


উইকিলিকসের তথ্য : মুক্তির ব্যাপারে হাসিনা উদ্বিগ্ন খালেদা আত্মবিশ্বাসী ছিলেন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নিরাপত্তা এবং দুর্নীতির মামলা থেকে মুক্তির ব্যাপারে সন্ত্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। এমনকি দুর্নীতির মামলায় সাজা এড়ানোর বিষয়ে তার আত্মবিশ্বাস কম ছিল। অপর দিকে বিএনপি চেয়ারপার্সন বর্তমান বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া তার মুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। ২০০৮ সালের ২৪ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস ওয়াশিংটনকে তারবার্তায় এসব তথ্য জানায়। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস মার্কিন এ গোপন তারবার্তা ফাঁস করেছে।
তারবার্তায় বলা হয়, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হওয়ার কিছু দিন পরে বাংলাদেশের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। তার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে বলে কারা উপ-মহাপরিদর্শক হাসিনাকে নিশ্চিত করেন। ডিআইজি প্রিজনের মতে, হাসিনা তার নিরাপত্তার বিষয়ে অনেক ক্ষুব্ধ ও সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। অপর দিকে হাসিনার ঘনিষ্ঠরা জানিয়েছেন, সাজা এড়ানোর বিষয়ে হাসিনার আত্মবিশ্বাস ছিল কম।
মার্কিন তারবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া তার মুক্তির বিষয়ে অনেক আত্মবিশ্বাসী ছিলেন। খালেদার সঙ্গে
কারাগারে দেখা করেছেন, বিএনপির এমন কর্মকর্তাদের বরাত দিয়ে তারবার্তায় বলা হয়, যদিও তখনও তার বিচার শুরু হয়নি, তবে তিনি (খালেদা) মনে করতেন না গ্যাটকো মামলায় তাকে সাজা দেয়ার জন্য তত্কালীন জরুরি সরকারের কাছে যথেষ্ট প্রমাণ ছিল।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম