ছুটি, বুঝবার ভুল, ছবি ও গল্প

ছুটি

ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ-
পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন ?
দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু
প্রাণটা করে 'পালাই পালাই' মনটা উড়ু উড়ু-
পড়ার কথা খাতায়, পাতায়, মাথায় নাহি ঢোকে !
মন চলে না- মুখ চলে যায় আবোলতাবোল ব'কে !
কানটা ঘোরে কোন্‌ মুলুকে হুঁশ থাকে না তার,
এ কান দিয়ে ঢুকলে কথা, ও কান দিয়ে পার ।
চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি ;
বোর্ডে আঁকা অঙ্ক ঠেকে আঁচড়কাটা খড়ি ।
কল্পনাটা স্বপ্নে চ'ড়ে ছুটছে মাঠে ঘাটে-
আর কি রে মন বাঁধন মানে ? ফিরতে কি চায় পাঠে ?
পড়ার চাপে ছট্‌ফটিয়ে আর কিরে দিন চলে ?
ঝুপ্‌ ক'রে মন ঝাঁপ দিয়ে পড়্‌ ছুটির বন্যাজলে ।  





বুঝবার ভুল

    
এমনি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভোলে ।
সাম্‌নে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে ।
পড়ছ বুঝি ? বেশ বেশ বেশ ! এক মনেতে পড়লে পরে
"লক্ষ্মীছেলে - সোনার ছেলে" বলে সবাই আদর করে ।
এ আবার কি ? চিত্র নাকি ? বাঁদর পাজি লক্ষ্মীছাড়া-
আমায় নিয়ে রংতামাসা ! পিটিয়ে তোমায় কর্‌ছি খাড়া ।

 

ছবি ও গল্প

ছবির টানে গল্প লিখি নেইক এতে ফাঁকি
যেমন ধারা কথায় শুনি হুবহু তাই আঁকি । 


 
পরীক্ষাতে গোল্লা পেয়ে
হাবু ফেরেন বাড়ি

 
চক্ষু দুটি ছানাবড়া
মুখখানি তার হাঁড়ি

 
রাগে আগুন হলেন বাবা
সকল কথা শুনে

 
আচ্ছা ক'রে পিটিয়ে তারে
দিলেন তুলো ধুনে

 
মারের চোটে চেঁচিয়ে বাড়ি
মাথায় ক'রে তোলে

 
শুনে মায়ের বুক ফেটে যায়
'হায় কি হল' ব'লে

পিসী ভাসেন চোখের জলে
কুট্‌নো কোটা ফেলে

        
আহ্লাদেতে পাশের বাড়ি
আটখানা হয় ছেলে ।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম