শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতার এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতীয় সাহিত্য ননসেন্সের প্রবর্তক সুকুমার ছিলেন রস রচনাকার, গল্প লেখক এবং নাট্যকার। সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় ছিলেন তার পিতা। চলচ্চিত্রকার সত্যজিত রায় তার ছেলে। সাহিত্যিক মেধা বিকাশে সহায়ক একটি পরিবেশে বেড়ে ওঠেন সুকুমার। বাবা উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রবীন্দ্রনাথের সরাসরি প্রভাব পড়েছিল তার রচনায়। তাদের পরিবারের সঙ্গে জগদীশ চন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়ের ঘনিষ্ঠতা ছিল। তার রচিত ব্যঙ্গাত্মক শিশুসাহিত্য ‘ননসেন্স’ বিশ্বসাহিত্যের একটি অমূল্য রত্ন। ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর কলকাতায় তিনি পরলোক গমন করেন।
ফেসবুকে সুকুমার রায়..
প্রিয়বই.কম এ সংগ্রীহিত ছড়াসমূহ
প্রিয়বই.কম এ সংগ্রীহিত গল্পসমূহ
প্রিয়বই.কম এ সংগ্রীহিত নাটকসমূহ
প্রিয়বই.কম এ সংগ্রীহিত গল্পসমূহ
প্রিয়বই.কম এ সংগ্রীহিত নাটকসমূহ
|
2 comments:
দারুন ।
থ্যাঙ্কস।